• শিরোনাম

    সরকারী টয়লেট মালিকানা নিয়ে দ্বন্দ।

    গাইবান্ধা জেলা প্রতিনিধিঃ মঙ্গলবার, ০৪ মে ২০২১

    apps

    সুন্দরগঞ্জ উপজেলায় সরকারী টয়লেটের মালিকানা নিয়ে দ্বন্দ।উপজেলার শান্তিরাম ইউনিয়নের খামার ধুবনী ৯ নং ওয়ার্ডে ১ লাখ ২০ হাজার টাকা ব্যয়ে এল জি এস পির অর্থায়ানে জনসারণের ব্যবহারে টয়লেটটি নির্মাণ করা হলেও প্রকৃত পক্ষে একটি পরিবারের কাছে অর্থের বিনিময় ইউপি সদস্য মোজা হার আলী হস্তান্তর করায় সাধারণ জনগণের জন্য ব্যবহার বন্ধ হয়ে যায়।গত ২ মে টয়লেটটি ব্যবহার নিয়ে একই পরিবারে ভাগি শরীক জলিলের স্ত্রী জমিলাম বেগমের সাথে দখল ভোগ নিয়ে তুমুল ঝগড়া হয়।এবিষয় এলাকা বাসীর সাথে কথা হলে তারা জানায় ইউপি সদস্য মোজাহার আলী জলিল,খেলাফ পরিবারের জন্য তাদের ঘরের পিছনে নির্মাণ করে দিয়েছে।অন্য এ টয়লেট ব্যবহার করতে পারবেনা,এমন চুক্তির ভিত্তিত্বে সরকারী অর্থ ব্যয়ে মোজাহার আলী টয়লেটি নির্মাণ করেন।মোজাহার আলী কাছে জানতে চাইলে তিনি বলেন জায়গা না পাওয়া তিনি বাধ্য হয়ে তাদেরকে দিয়েছেন।

    বিষয়টি ইউপি চেয়ারম্যান মোঃ ছামিউল ইসলামের কাছে অবগত করলে তিনি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নিবেন বলে  জানান।

    বাংলাদেশ সময়: ৪:৩০ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৪ মে ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ