• শিরোনাম

    শেরপুর নকলায় বিকেলে সরকারি হাসপাতালে মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা

    মিন্টু খন্দকার বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

    শেরপুর নকলায় বিকেলে সরকারি হাসপাতালে মিলবে বিশেষজ্ঞ চিকিৎসকদের সেবা

    apps

    সরকারি হাসপাতালে চিকিৎসকদের প্রাতিষ্ঠানিক প্র্যাকটিস বা বৈকালিক চিকিৎসাসেবা শুরু হচ্ছে। আজ বিকালে স্বাস্থ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এটি উদ্বোধন করেন।

    প্রাথমিকভাবে সারা দেশের ৪০ টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ১২টি জেলা সদর হাসপাতালে পাইলটিংভাবে এ চিকিৎসাসেবা দেওয়া শুরু হয়েছে।

    তবে এই তালিকায় জেলার নকলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ছাড়া শেরপুর জেলায় কোনো হাসপাতাল নেই।

    তারই ধারাবাহিকতায় ৩০ মার্চ শেরপুর নকলায় বৈকালিক স্বাস্থ্যসেবার শুভ উদ্বোধন অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে ।

    এসময় সিভিল সার্জন অনুপম ভট্রাচার্য্য, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহ মো. বোরহান উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মোছা: আম্বিয়া খাতুন মেয়র হাফিজুর রহমান লিটন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ গোলাম মোস্তফাসহ উপজেলা আওয়ামী লীগের নেতৃবৃন্ধ, চিকিৎসক, স্বাস্থ্য বিভাগের সাথে সংশ্লিষ্ঠ কর্মকর্তা/কর্মচারী, সাংবাদিকসহ সেবা গ্রহিতারা উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ৮:৩৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ৩০ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ