• শিরোনাম

    শেরপুর জেলা হাসপাতালে আগুন

     মাহদী হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার শেরপুর: বুধবার, ১২ জানুয়ারি ২০২২

    শেরপুর জেলা হাসপাতালে আগুন

    শেরপুর জেলা হাসপাতালে আগুন

    apps

    শেরপুরে ২৫০ শষ্যা জেলা সদর হাসপাতালের নতুন ভবনে অগ্নিকাণ্ড। (১২ জানুয়ারি) বুধবার সকালে হাসপাতালের দুইতলার রোগীদের ওয়াস রুম থেকে ওই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। হাসপাতাল সংলগ্ন ফায়ার সার্ভিস অফিস থাকায় দ্রুত ব্যবস্থা নেওয়ার ফলে অল্পের জন্য বড় দুর্ঘটনা থেকে রক্ষা পায় জেলা হাসপাতাল। সকাল ১১টার দিকে জেলা সদর হাসপাতালের নতুন ভবনের দুতলায় ধোয়া উঠতে দেখে ফায়ার সার্ভিসে খবর দেয় হাসপাতাল কর্তৃপক্ষ। পরে হাসপাতালের সামনে অবস্থিত ফায়ার সার্ভিসের ও সিভিল ডিফেন্সের একটি দল গিয়ে দ্রুত আগুন নিয়ন্ত্রণ করে। শেরপুর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপসহকারী পরিচালক জাবেদ হোসেন মুহাম্মদ তারেক জানান, ওই ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি। সম্ভবত হাসপাতালের দুতলায় ময়লা-আবর্জনার স্তুপে কেউ সিগারেট খেয়ে টুকরা ফেলেছিল। সেখান থেকেই আগুনের সূত্রপাত ঘটেছে। তবে আগুন বিদ্যুতের তারের মাধ্যমে ছড়িয়ে গেলে বড় বিপদ হতে পারতো। এ ব্যাপারে শেরপুরের সিভিল সার্জন ও হাসপাতালের তত্বাবধায়ক ডা. একেএম আনওয়ারুর রউফ জানান, এটি বড় কোন আগুন না হলেও সাবধানতার জন্যই ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়েছিল।

    বাংলাদেশ সময়: ৬:৪৪ অপরাহ্ণ | বুধবার, ১২ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ