• শিরোনাম

    শেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    এনামুল হক,শেরপুরঃ বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

    শেরপুরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত

    apps

    শেরপুরে জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিসের যৌথ উদ্যোগে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। ০২ মার্চ বৃহস্পতিবার জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ রজনী গন্ধায় এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

    অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুকতাদিরুল আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি’র বক্তব্য রাখেন জেলা প্রশাসক সাহেলা আক্তার।

    এসময় অন‍্যান‍্যদের মধ্যে জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা সাইয়্যেদ এজেড মোর্শেদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ মাহমুদুল হক, সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস সহ সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের প্রধানগণ, স্থানীয় জনপ্রতিনিধি, বীর মুক্তিযোদ্ধাগণ, এনজিও কর্মী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

    অনুষ্ঠানের শুরুতে ২০৪১ সালের স্মার্ট বাংলাদেশ কেমন হবে সে সংশ্লিষ্ট তথ্য চিত্র প্রদর্শনী করা হয়। জেলা তথ্য অফিসার তাহমিনা আক্তার স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে করণীয় শীর্ষক ধারণাপত্র উপস্থাপন করেন।

    এসময় বক্তারা বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করা। তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেই স্বপ্ন বাস্তবায়নে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের পর এবার স্মার্ট বাংলাদেশ গড়ে তোলার জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সরকারের গৃহীত পরিকল্পনা দায়িত্বশীলতার সাথে আমাদের বাস্তবায়ন করতে হবে। স্মার্ট বাংলাদেশ সর্ম্পকে জনসচেতনতা বাড়াতে হবে।

    তারা আরো বলেন, বিভিন্ন সেক্টরে উন্নয়ন অগ্রযাত্রা অব্যাহত থাকায় ইতোমধ্যে বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে। আগামী ৪১ সালে বাংলাদেশ উন্নত দেশে পরিণত হবে।

    বাংলাদেশ সময়: ৪:৪১ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ