• শিরোনাম

    শেরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায়

    মাহদী হাসান সিয়াম, শেরপুরঃ মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

    শেরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায়

    apps

    শেরপুরে স্বাস্থ্যবিধি অমান্য করে অপ্রয়োজনীয় ভাবে ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। ১৮ জানুয়ারি (মঙ্গলবার) বিকালে শেরপুর পৌর শহরের (থানার মোড়ে) সরকারি নির্দেশনা ও নিষেধাজ্ঞা অমান্য করে অপ্রয়োজনীয় ভাবে ঘুরাফেরা করায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও জরিমানা আদায় করা হয়। এসময় ভ্রাম্যমাণ আদালতটি পরিচালনা করেন শেরপুর সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ। ঐ সময় সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন,বিশ্বব্যাপী মহামারী (কোভিট-19) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর সংক্রমণ থেকে জনগণের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত ও জনসচেতনতা সৃষ্টির লক্ষে সরকারি নির্দেশনা মোতাবেক আমাদের এই অভিয়ান অব্যহত থাকবে। এসময় তিনি আরো বলেন, করোনার এই ভয়াবহ প্রভাব থেকে নিজেদের পরিবার পরিজনের সংক্রমণ ঠেকাতে ও তাদের স্বাস্থ্য-সুরক্ষা নিশ্চিত করতে নিজে সচতন হন এবং সকলের মধ্যে সচেতনতা গড়ে তুলুন।

    বাংলাদেশ সময়: ১০:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ