• শিরোনাম

    শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

    মাহদী হাসান সিয়াম,ক্রাইম রিপোর্টার শেরপুরঃ বুধবার, ১৩ অক্টোবর ২০২১

    শেরপুরে শারদীয় দুর্গোৎসব উপলক্ষে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

    apps

    (১২ অক্টোবর) মঙ্গলবার “ধর্ম যার যার, উৎসব সবার” এই মন্ত্রে উজ্জীবিত হয়ে রাত আটটায় শেরপুরে শ্রী শ্রী গোপাল জিউর মন্দিরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ শেরপুর জেলা শাখার আয়োজনে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বিশিষ্টজনদের সাথে শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সনাতন ধর্মাবলম্বীদের কাছে দেবী দুর্গা শক্তি ও সুন্দরের প্রতীক। প্রতিবছর অসুরের বিনাশ করতে দেবী এ ধরাধামে আবির্ভূত হন। সনাতন ধর্মাবলম্বীদের বিশ্বাস, সমাজ থেকে অন্যায়-অবিচার ও গ্লানি দূর করার জন্যই এ পূজার আয়োজন। শুভেচ্ছা বিনিময় সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের হুইপ বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক, এমপি। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ, পুলিশ সুপার মোঃ হাসান নাহিদ চৌধুরী, পুনাক সভানেত্রী (শেরপুর)কাজী মোনালিসা মারিয়া, ডিসিপত্নী জান্নাতুল ফেরদৌস প্রিয়া ও জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাগণ, শেরপুর জেলা পূজা উদযাপন পরিষদের সদস্যগণসহ সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ১২:৪৬ অপরাহ্ণ | বুধবার, ১৩ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ