• শিরোনাম

    শেরপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম‍্যমাণ আদালতকেও তোয়াক্কা করে না বালু খেকোরা”চলছে বালু উত্তোলনের মহড়া

    এনামুল হক,শেরপুরঃ শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    শেরপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম‍্যমাণ আদালতকেও তোয়াক্কা করে না বালু খেকোরা”চলছে বালু উত্তোলনের মহড়া

    শেরপুরে ব্রহ্মপুত্র নদে ভ্রাম‍্যমাণ আদালতকেও তোয়াক্কা করে না বালু খেকোরা"চলছে বালু উত্তোলনের মহড়া

    apps

    শেরপুর সদর উপজেলার ১০নং চরপক্ষিমারী ইউনিয়নে ব্রহ্মপুত্র ব্রীজের পূর্ব পাশ এলাকায় ব্রহ্মপুত্র নদে অবৈধ ড্রেজার এবং বেকু বসিয়ে বালু উত্তোলনের মহড়া চলছে।স্থানীয় কিছু সিন্ডিকেট চক্র ইজারা বিহীনভাবে এসব বালু উত্তোলন করছে।সরকারি ভাবে ব্রহ্মপুত্র নদ খনন প্রকল্প চলমান থাকায় চরপক্ষিমারী মৌজায় কোনো বালু মহাল ইজারা দেওয়া হচ্ছে না এ বছর।কিন্তু মাঠ পর্যায়ে বালুর ব্যাপক চাহিদা থাকায় অসাধুচক্র বালু উত্তোলন করছে প্রকাশ্যে।দীর্ঘ দিন থেকে রাজস্ব বিহীন তিনটি অবৈধ বালু মহল যার মধ্যে একট কুলুরচর কমিউনিটি ক্লিনিকের পাশ দিয়ে ব্রহ্মপুত্র নদে বাকী দুটি জামালপুর পাথালিয়া মাদ্রাসা ও হাতিরমোড় থেকে নেমে ব্রহ্মপুত্র এসেছে। ব্রহ্মপুত্র ব্রীজের পূর্বপাশ এলাকায় অবৈধ ড্রেজারের ছড়াছড়ি। প্রতিবছর বর্ষার মৌসুমে পানি বৃদ্ধি পাওয়ায় ব্রহ্মপুত্র নদের দুইপাশে ব্যাপক ভাঙ্গনের সৃষ্টি হয় বিলীন হয়ে যায় ফসলের মাঠ,বসতবাড়ীসহ শিক্ষা প্রতিষ্ঠান যা গত ৯ জুলাই-২০২১খ্রিঃ শুক্রবার সরেজমিনে পরিদর্শন করেন জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।পরির্দশন কালে জেলা প্রশাসক স্থানীয় বাসিন্দাদের সাথে কথা বলেন এবং নদী ভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণে আশ্বাস প্রদান করেন।যার ফলশ্রুতিতে সরকারি ভাবে ব্রহ্মপুত্র নদ খননের ড্রেইজিং করা বালু দ্বারা দুই পাশে বরাট করা কাজ চলমান। সুযোগ সন্ধানী প্রভাবশালী চক্র,জমি খেকো,বালু খেকো সিন্ডিকেট ব্রহ্মপুত্র নদের পাড় দখল করে অবৈধভাবে বালু উত্তোলন করে বিক্রি করছে জামালপুর,শেরপুর সহ বিভিন্ন জেলায়।এ সব অবৈধ বালু মহলে গত ১১ জানুয়ারি-২০২২খ্রিঃ মঙ্গলবার দুপুরে শেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ মোবাইল কোর্ট পরিচালনা করেন।মোবাইল কোর্টের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালিয়ে যায় বালু খেকো সংঘবদ্ধ চক্রটি।এসময় ছয়টি বালু ভর্তি ড্রাম ট্রাক আটক করে জামালপুর থানা হেফাজতে রাখা হয়।কিন্তু মোবাইল কোর্ট চলে আসা মাত্রই বালু খেকোরা পূণরায় সক্রিয় প্রকাশ্যে করছে বালু উত্তোলন।সংঘবদ্ধ চক্রের মধ্যে উল্লেখযোগ্যরা হল হেলাল মিয়া,ছয়েদ আলী,আন্তাজ আলী,কালাম মিয়া,আলাল উদ্দিন,নুর ইসলাম ওরফে আহালু,সুলতান,সুজা,ছাইদুল ইসলাম,ছানোয়ার হোসেন,মস্তুফা,মুক্তা সহ আরো কিছু।স্থানীয় বাসিন্দাদের দাবী সংঘবদ্ধ ঐ চক্রের হাত থেকে বালু উত্তোলন বন্ধ না করলে বর্ষার মৌসুমে বিলীন হয়ে যেতে পারে কয়েকটি গ্রামসহ ফসলি জমিগুলো। স্থানীয় প্রশাসন বালু উত্তোলনে নিষেধাজ্ঞা জারি করলেও ঐ সিন্ডিকেট তা মানছে না।এ বিষয়ে শেরপুর সদর উপজেলার সহকারি কমিশনার(ভূমি) ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট তনিমা আফ্রাদ বলেন,আমি বিষয়টি উর্ধ্বতন কর্মকর্তাদের জানিয়েছি দ্রুতই ব্যবস্থা গ্রহণ করা হবে।

    বাংলাদেশ সময়: ১:১২ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ