• শিরোনাম

    শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস পালিত

     এনামুল হক,শেরপুরঃ মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২

    শেরপুরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত‍্যাবর্তন দিবস পালিত

    apps

    শেরপুরে বাঙালির জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১০জানুয়ারি সোমবার বিকালে শেরপুর পৌর শহরের কেন্দ্রীয় শহিদ মিনার প্রাঙ্গনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভার শুরু থেকে শেরপুর সদর উপজেলা,পৌরসভা এবং চৌদ্দটি ইউনিয়ন থেকে আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে মিছিলে মিছিলে নেতাকর্মীদের উপস্থিতিতে কানাই-কানাই পূর্ণ হয়ে যায় শহীদ মিনার এরিয়া সহ পাশ্ববর্তী রাস্তা।এসময় শেরপুর জেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব হাবিবুর রহমান চেয়ারম্যান এবং সাধারণ সম্পাদক প্যানেল মেয়র নজরুল ইসলাম এর নেতৃত্বে শেরপুর সদর উপজেলা,পৌরসভা ও ইউনিয়ন যুবলীগের নেতাকর্মীদের সমন্বয়ে বিশাল মিছিল শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষীণ করে শহীদ মিনারে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় অংশ গ্রহণ করে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষ্যে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন,শেরপুর জেলা আওয়ামীলীগের সভাপতি,বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,বীর মুক্তিযোদ্ধা আতিউর রহমান আতিক এমপি।শেরপুর জেলা আওয়ামীলীগের উপ-প্রচার সম্পাদক বেলায়েত হোসেন বেলাল এর সঞ্চালনায় স্বদেশ প্রত্যাবর্তন দিবসে স্বাধীনতা সংগ্রামের ইতিহাস ৭৫ এর ১৫ আগষ্টের নির্মম হত্যাকান্ড সহ জামাত-বিএনপির জালাও পোড়াও রাজনীতির ব্যাপক সমালোচনা বক্তব্য রাখেন,শেরপুর জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এড.চন্দন কুমার পাল পিপি। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর জেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক,পৌর মেয়র আলহাজ্ব গোলাম মোহাম্মদ কিবরিয়া লিটন,শেরপুর সদর উপজেলা আওয়ামীলীগে সাধারণ সম্পাদক,উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,শেরপুর জেলা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের সাধারণ সম্পাদক ডা. শারমিন রহমান অমি,জেলা আওয়ামীলীগের সভাপতি ফখরুল মজিদ খোকন,খন্দকার নজরুল ইসলাম,যুগ্ম সাধারণ সম্পাদক নাজিমুল হক নাজিম,সাংগঠনিক সম্পাদক আনোয়ারুল হাসান উৎপল,দপ্তর সম্পাদক আব্দুল্লাহ আল মামুন,উপ-দপ্তর সম্পাদক বিনয় কুমার সাহা,সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক আনিসুর রহমান,বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. মুসাদ্দেক ফেরদৌস,শহর আওয়ামীলীগের সভাপতি আবুল কাসেম জিপি,সাধারন সম্পাদক প্রকাশ দত্ত,জেলা ছাত্রলীগের সভাপতি শোয়েব হাসান শাকিল,সাধারন সম্পাদক রেজাউল করিম রেজা,হুইপ কন্যা সাদিয়া রহমান অপিসহ জেলা আওয়ামীলীগ, মহিলা আওয়ামীলীগ, যুবলীগ, ছাত্রলীগ, সেচ্ছাসেবকলীগ, তাঁতিলীগ, মৎস্যজীবী লীগসহ সহযোগী ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ২:১৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১১ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ