• শিরোনাম

    শেরপুরে কুসুমহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি ৯টি দোকান পুড়ে ছাই

    এনামুল হক,শেরপুরঃ শনিবার, ০৭ মে ২০২২

    শেরপুরে কুসুমহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ব‍্যাপক ক্ষয়ক্ষতি ৯টি দোকান পুড়ে ছাই

    apps

    শেরপুরের কুসুমহাটি বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৯টি দোকান পুড়ে ছাই। শেরপুর সদর উপজেলার ৮নং লছমনপুর ইউনিয়নের কুসুমহাটি বাজারে ৬ মে শুক্রবার আনুমানিক সকাল ৬ ঘটিকার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ৯৯৯ এ ফোন পেয়ে ঘটনাস্থলে শেরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চলাকালে পার্শ্ববর্তী জেলা জামালপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিট যোগ হয়ে দীর্ঘ এক ঘন্টা চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। এবিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী স্বপন ইলেকট্রনিকসের মালিক মোঃ স্বপন মিয়া বলেন,আমার ওয়ালটন শো রুমে টিভি, ফ্রিজ, মোবাইল-ফোন ও সিলিং ফ্যান সহ সকল ইলেকট্রিক মালামাল পুড়ে ছাই গেছে আমি ব্যাংক থেকে ৩০/৪০লক্ষ ঋণ করেছি সব মিলিয়ে ক্ষয়ক্ষতির পরিমাণ ৮০/৯০ লক্ষ টাকার কম হবেনা। এ বিষয়ে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী, প্রত্যক্ষদর্শী ও শেরপুর ফায়ার সার্ভিসের তথ্যমতে, কুসুমহাটি বাজারে স্বপন ইলেকট্রনিক্সের বিতরে বিদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে।আগুন মুহূর্তের মধ্যে চারদিক ছড়িয়ে পড়লে ব্যবসায়ীদের মধ্যে আতঙ্ক সৃষ্টি হয়। এতে প্রায় ১ কোটি ২০ লাখ টাকার মত ক্ষয়ক্ষতি হয়েছে। এসময় ৯টি দোকানের মধ্যে সীমান্ত মেডিক্যাল হল এর মালিক মোঃ মহসিন আলী (৩৫) এর পাইকারি ঔষধ দোকানের সকল ঔষধ পুড়ে ছাই এতে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২০-২৫ লক্ষ টাকা।মীম জুয়েলার্স পুড়ে ছাই এতে ক্ষয়ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষ টাকা।ঔষধ ফার্মেসী অজয় নন্দী (৫০) এর দোকানে প্রায় ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা।মীম ডিপার্টমেন্টাল স্টোর মিজানুর রহমান এর দোকানের সকল মালামাল পুড়ে ছাই এতে ক্ষতির পরিমাণ প্রায় ১০ লক্ষ টাকা।সোহা জুয়েলার্সের আজাদ মিয়ার ক্ষয়ক্ষতির পরিমাণ ২ লক্ষ টাকা।হিয়ার টেলিকম হাসেম মেম্বার ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ টাকা।রবিন এন্টারপ্রাইজ শাহজাহান মিয়ার ক্ষতির পরিমাণ প্রায় ১ লক্ষ ৫০ হাজার টাকা।মীম টেলিকম মুসলিম উদ্দিনের ক্ষতির পরিমাণ ৩ লক্ষ টাকা। অগ্নিকাণ্ডের ঘটনাস্থলে তাৎক্ষণিক পরিদর্শন করেন, শেরপুর সদর উপজেলার নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস।তিনি ক্ষতিগ্রস্তদের পাশে থাকার আশ্বাস প্রদান করেন। পরে বিকালে অগ্নিকাণ্ডের ঘটনাস্থল পরিদর্শন করেন, বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ, বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় উপস্থিত ছিলেন সদর উপজেলা চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম, ইউপি চেয়ারম্যান আব্দুল হাই, প্রশাসনিক কর্মকর্তাসহ লছমনপুর ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ

    বাংলাদেশ সময়: ১১:২৬ পূর্বাহ্ণ | শনিবার, ০৭ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ