• শিরোনাম

    শেরপুরে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে জেলা প্রশাসক এর গণ বিজ্ঞপ্তি

    এনামুল হক,শেরপুরঃ শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    শেরপুরে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে জেলা প্রশাসক এর গণ বিজ্ঞপ্তি

    শেরপুরে করোনা ভাইরাস এর সংক্রমণ রোধে জেলা প্রশাসক এর গণ বিজ্ঞপ্তি

    apps

    গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার জেলা ম্যাজিস্ট্রেটর কার্যালয়(জুডিসিয়াল মুন্সিখানা শাখা)শেরপুর থেকে গণ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড়-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন এর প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত মোতাবেক এ গণ বিজ্ঞপ্তি প্রদান করেন শেরপুরের জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদ।তা হুবহু নিন্মরুপঃ এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে,করোনা ভাইরাস জনিত রোগ (কোভিড়-১৯) এর নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রণ এর প্রাদুর্ভাব ও দেশে এই রোগের সংক্রমণ পরিস্থিতি পর্যালোচনা সংক্রান্ত আন্তঃমন্ত্রণালয় সভার সিদ্ধান্ত,দেশের আর্থ সামাজিক ব্যবস্থা,অর্থনৈতিক কর্মকাণ্ড সচল রাখা এবং সামগ্রিক পরিস্থিতি বিবেচনায় আগামী ১৩ জানুয়ারি/২০২২ তারিখ হতে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সার্বিক কার্যাবলি/চলাচলে নিম্নবর্ণিত বিধি-নিষেধ আরোপ করা হলোঃ ১. দোকান শপিংমল ও বাজারে ক্রেতা-বিক্রেতা এবং হোটেল-রেস্তোরাঁ সহ সকল জনসমাগমস্থলে বাধ্যতামূলকভাবে সবাইকে মাক্স পরিধান করতে হবে। অন্যথায় আইননুগ শাস্তির সম্মুখীন হতে হবে। ২. ঘরের বাইরে অবশ্যই মাক্স ব্যবহার করতে হবে,স্বাস্থ্যবিধি প্রতিপালনে ব্যত্যয় রোধে মোবাইল কোর্ট পরিচালনা করা হবে। ৩. রেস্তোরাঁয় বসে খাবার গ্রহণ এবং আবাসিক হোটেলে থাকার জন্য অবশ্যই করোনা টিকা সনদ প্রদর্শন করতে হবে। ৪. ১২বছরের উর্ধ্বে সকল ছাত্র-ছাত্রীকে শিক্ষা মন্ত্রণালয় কর্তৃক নির্ধারিত তারিখের পরে টিকা সনদ ছাড়া শিক্ষাপ্রতিষ্ঠানে প্রবেশ অনুমতি দেওয়া যাবে না। ৫. স্থলবন্দরে স্ক্রিনিং এর সংখ্যা বাড়াতে হবে।স্থল বন্দর গুলোতে আগত ট্রাকের সাথে শুধুমাত্র ড্রাইভার থাকতে পারবে।কোন সহকারী আসতে পারবে না। ৬. সর্বপ্রকার যানের চালক ও সহকারীদের আবশ্যিক ভাবে কোভিড়-১৯ টিকা সনদধারী হতে হবে। ৭. বিদেশ থেকে আগত যাত্রীসহ সবাইকে বাধ্যতামূলক কোভিড়-১৯ টিকা সনদ প্রদর্শন Rapid Antigen Text করতে হবে। ৮. স্বাস্থ্যবিধি প্রতিপালন এবং মাক্স পরিধানের বিষয়ে সকল মসজিদে জুমার নামাজের খুতবায় ইমাম সাহেব গণ সংশ্লিষ্টদের সচেতন করবেন। ৯. সর্বসাধারণের টিকা এবং বুস্টার ডোজ গ্রহণ ত্বরান্বিত করার লক্ষ্যে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় প্রয়োজনীয় প্রচার ও উদ্যোগ গ্রহণ করবে। ১০. কোভিড় আক্রান্তের হার ক্রমবর্ধমান হওয়ায় উন্মুক্ত স্থানে সর্বপ্রকার সামাজিক,রাজনৈতিক,ধর্মীয় অনুষ্ঠান এবং সমাবেশসমূহ পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত বন্ধ থাকবে।উল্লেখিত নির্দেশনা অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মোঃ মোমিনুর রশীদ জেলা ম্যাজিস্টেট,শেরপুর।

    বাংলাদেশ সময়: ১:৩০ অপরাহ্ণ | শনিবার, ১৫ জানুয়ারি ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ