• শিরোনাম

    শেরপুরে অভ‍্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন হুইপ

    আতিক এনামুল হক,শেরপুরঃ বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

    শেরপুরে অভ‍্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন হুইপ

    শেরপুরে অভ‍্যন্তরীণ আমন ধান সংগ্রহ কার্যক্রম উদ্বোধন করলেন হুইপ

    apps

    ময়মনসিংহ বিভাগের ঐতিহ্যবাহী শেরপুর জেলায় চলতি মৌসুমে অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ অভিযান ২০২১-২০২২খ্রিঃ উদ্বোধন করা হয়েছে।১লা ডিসেম্বর বুধবার সকালে শেরপুর পৌর-শহরের খরমপুরে শেরপুর সংরক্ষণ ও চলাচল কর্মকর্তার কার্যালয়(এল.এস.সি গ্রেড-১)এর আয়োজনে আমন ধান-চাল সংগ্রহ অভিযান ফিতা কেটে শুভ উদ্বোধন করেন,বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি। এসময় বাংলাদেশ জাতীয় সংসদের হুইপ,খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃআতিউর রহমান আতিক এমপি এবং জেলা সংগ্রহ ও মনিটিরিং কমিটির সভাপতি,জেলা প্রশাসক মোঃ মোমিনুর রশীদকে ফুলেল শুভেচ্ছা জানান জেলা খাদ্য গুদামের বিভিন্ন স্তরের কর্মকর্তা বৃন্দ।সে সাথে দেশ ও জাতির কল্যাণে দোয়া অনুষ্ঠিত হয়। অভ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহের উদ্বোধনী দিনে শেরপুর জেলা শহরের স্বনামধন্য শিল্প প্রতিষ্ঠান জেএন্ডএস গ্রুপ অঙ্গ প্রতিষ্ঠান জেএন্ডএস ফুড এন্ড বেভারেজ লিমিটেড ৪৩ মেট্রিকটন আমন ধান ও চাল জেলা খাদ্য গুদামে সরবরাহ করে। ্যন্তরীণ আমন ধান-চাল সংগ্রহ উদ্বোধনী অনুষ্ঠানে শেরপুরের জেলা প্রশাসক,জেলা সংগ্রহ ও মনিটিরিং কমিটির সভাপতি মোঃমোমিনুর রশীদ এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে বীর মুক্তিযোদ্ধা মোঃ আতিউর রহমান আতিক এমপি।তিনি বলেন শেরপুর জেলার উৎপাদিত চাল এখন জেলার চাহিদা মিটিয়ে বাংলাদেশ সহ বিশ্বের বিভিন্ন দেশে রপ্তানি হচ্ছে।যা শেরপুরের জন্য অত‍‍্যান্ত গৌরবের।এসময় হুইপ আতিক ধান-চাল সংগ্রহ কালে কৃষক ও মিল মালিকগণ যেন কোন প্রকার হয়রানি বা ভোগান্তির শিকার না হয় জেলা খাদ্য বিভাগের কর্মকর্তাদের লক্ষ্য রাখার আহ্বান জানান। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা খাদ্য নিয়ন্ত্রক মোহাম্মদ আল ওয়াজিউর রহমান বলেন,চলতি মৌসুমে সরকার প্রতি কেজি ধান ২৭ টাকা এবং সিদ্ধ চাল ৪০টাকা সংগ্রহ মূল্য নির্ধারণ করেছেন।শেরপুর জেলার পাঁচটি উপজেলার মধ্যে এবছর সদর উপজেলায় ৮ হাজার ১০২মেট্রিকটন, নালিতাবাড়ী উপজেলায় ৯৯৫মেট্রিকটন,নকলা উপজেলায় ৩৯২মেট্রিকটন,শ্রীবরদী উপজেলায় ৬৩১মেট্রিকটন,ঝিনাইগাতী উপজেলায় ৭৫৬মেট্রিকটন মোট ১০ হাজার ৮৭৬ মেট্রিকটন চাল সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছেন।আমন ধান-চাল সংগ্রহণ অভিযানে শেরপুর জেলায় মোট ২৭২টি মিল মালিক সিদ্ধ চাল সরবরাহের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন।সে সাথে শেরপুর সদর উপজেলায় ৮৪৫মেট্রিকটন,নালিতাবাড়ী উপজেলায় ৭৮০মেট্রিকটন,নকলা উপজেলায় ৪৪১মেট্রিকটন,শ্রীবরদী উপজেলায় ৫৯০মেট্রিকটন,ঝিনাইগাতী উপজেলায় ৫৩৭মেট্রিকটন মোট ৩ হাজার ১৯৩ মেট্রিকটন ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এসময় অন্যান্যদের মধ্যে শেরপুর কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক ড.মোহিত কুমার দে,শেরপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ রফিকুল ইসলাম,উপজেলা নির্বাহী অফিসার মেহনাজ ফেরদৌস,শেরপুর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি ও চাউল কল মালিক সমিতির সাধারণ সম্পাদক আলহাজ্ব আসাদুজ্জামান রওশন,খাদ্য পরিদর্শক মোঃ রুকুনুজ্জামান রুকন,শেরপুর প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি মলয় মোহন বল,সাধারণ সম্পাদক মোঃ মেরাজ উদ্দিন,শেরপুর সাংবাদিক ইউনিয়ন সভাপতি মানিক দত্ত,সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল,জাতীয় সাংবাদিক সংস্থা শেরপুর জেলা ইউনিটের সভাপতি মোঃ আছাদুজ্জামান মোরাদ,সাধারণ সম্পাদক জিএইচ হান্নান,খাদ্য কর্মকর্তা-কর্মচারীসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

    বাংলাদেশ সময়: ১২:৪৯ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ