• শিরোনাম

    শীঘ্রই ইছামতি নদী খনন কাজ ও উচ্ছেদ পুনরায় শুরু করা হবে— জেলা প্রশাসক

     পাবনা প্রতিনিধি : বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

    শীঘ্রই ইছামতি নদী খনন কাজ ও উচ্ছেদ পুনরায় শুরু করা হবে— জেলা প্রশাসক

    apps

    পাবনার জেলা প্রশাসক বিশ্বাস রাসেল হোসেন বলেছেন, শীঘ্রই পাবনার ঐতিহ্যবাহী ইছামতি নদীর দু‘পাড়ের অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং খনন কাজ পুনরায় শুরু করা হবে। পাবনাবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবী পুরুণ করতে প্রশাসন তৎপর। কয়েকজন ব্যক্তি মহামান্য হাইকোর্টে রিট করায় কাজটি সাময়িক বন্ধ রাখা হয়। আশাকরি খুব শীঘ্রই মহামান্য হাইকোর্ট থেকে আমরা আদেশ পাব। সে অনুযায়ী অনুযায়ী কাজ করা হবে। বাঁচতে চাই ও ইছামতি নদী উদ্ধার আন্দোলন, পাবনার উদ্যোগে এবং এএলআরডির সহযোগিতায় বুধবার (২৪’নভেম্বর) বেলা সাড়ে ১১ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিশ^ নদী দিবস-২০২১ এর আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। পাবনা জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী আতিয়ুর রহমান‘র সভাপতিত্বে এবং ইছামতি নদী উদ্ধার আন্দোলন’র সভাপতি এসএম মাহবুব আলমের সঞ্চালনায় সভায় ইছামতি নদী খনন ও উচ্ছেদের বিষয়ে তথ্য উপস্থাপন করেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পাবনার সহকারী পরিচালক মোশারফ হোসেন। শুরুতে স্বাগত বক্তব্য দেন বাঁচতে চাই‘র নির্বাহী পরিচালক আব্দুর রব মন্টু। এ সময় আরও বক্তব্য রাখেন বীর মুক্তিযোদ্ধা আ.স.ম আব্দুর রহিম পাকন, পাবনা প্রেসক্লাবের সহ-সভাপতি ও নদী বাঁচাও পাবনা জেলা শাখার সাধারণ সম্পাদক শহিদুর রহমান শহিদ, ইছামতি নদী উদ্ধার আন্দোলন’র সাধারণ সম্পাদক আলহাজ¦ হাবিবুর রহমান হাবিব, সহ সভাপতি পূর্ণিমা ইসলাম, অধ্যক্ষ জেবুন্নেছা ববিন, বার্তা সংস্থা আইএনএস‘র প্রধান সম্পাদক হাসান আলী, আদর্শ গালর্স হাই স্কুলের প্রধান শিক্ষক মো. আমানুল্লাহ খান, আসিয়াব পরিচালক আব্দুস সামাদ প্রমুখ। সভায় উপস্থিত ছিলেন বাপাউপো উপ-সহকারী প্রকৌশলী দেলোয়ার হোসাইন, শহীদ সাধন সংগীত কলেজের অধ্যক্ষ মনিরা পারভীন, খয়েরসূতি উচ্চ বিদ্যালয় ও কলেজের সাবেক অধ্যক্ষ জিয়াউল হক জিয়া, বঙ্গবন্ধু পরিষদ পাবনা সদর উপজেলা শাখার সভাপতি অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক তোফাজ্জল হোসেন, সামসুল হুদা ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আসাদুজ্জামান খোকন, ইছামতি নদী উদ্ধার আন্দোলনের প্রচার সম্পাদক শফিক আল কামাল, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক লতিফ রিয়েল এস্টেট মর্জিনা ট্রাস্ট সদস্য মাহি বিশ^াস, অর্থ সম্পাদক পাবনা রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক কাজী মাহবুব মোর্শেদ বাবলা, তথ্য ও গবেষণা সম্পাদক শহীদ এম মনসুর আলী কলেজের সহকারী অধ্যাপক ড. আল আমিন, দোতলা কৃষি প্রযুক্তির উদ্ভাবক কৃষিবিদ জাফর সাদেক, সাংবাদিক করুনা নাসরিন, মুক্তদৃস্টি সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক কবি মমতাজ রোজ কলি, কবি মধুসূদন মজুমদার, ইছামতি থিয়েটারের পরিচালক ভাস্কর চৌধুরী, কারীগরি মহিলা সংস্থার নির্বাহী পরিচালক মনোয়ারা পারভীন, ওয়াই ডাবিøউ সিএ সাধারণ সম্পাদিক হেনা গোস্বামী, জীবন বীমা কর্পোরেশনের ডিও আজিজা পারভীন, অবসরপ্রাপ্ত সরকারী কর্মকতা আলহাজ¦ শফি উদ্দিন মিয়া, সাংবাদিক সাঈদ উল ইসলাম, সাওল হেলথ প্রগ্রামের সভাপতি ডাঃ নাজমুল হক, শিক্ষক আলেয়া ফেরদৌস, অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা লেখক বেগম ফিরোজা খান, শুচীতা সমাজ উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক নাসরিন পারভীন, শিউলি মহিলা উন্নয়ন সংস্থার সভানেত্রী উম্মে রুবাইয়া, সমাজ সেবক আশা খাতুন প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১২:২৭ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৫ নভেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ