• শিরোনাম

    শিবপুরের দুলালপুর এলাকার একটি ডোবা থেকে যুবকের গলিত লাশ উদ্ধার

     জেলা প্রতিনিধি নরসিংদী- সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    apps

    নরসিংদীর শিবপুর থানা পুলিশ সোমবার(26 সেপ্টেম্বর)দুপুরে দুলালপুর ইউনিয়নের বাহেরখোলা এলাকার একটি পঁচা ডোবা থেকে অপরিচিত এক যুবকের গলিত লাশ উদ্ধার করেছে । শিবপুর থানার উপপরিদর্শক মুক্তার হোসেন স্থানীয় লোকজনের সহযোগিতায় এ লাশ উদ্ধার করেন।পুলিশের ধারণা তার বয়স আনুমানিক 25বছর থেকে 30 বছরের মধ্যে হতে পারে। এলাকাবাসী উদ্ধারকৃত লাশ শনাক্ত করতে পারেনি। ধারণা করা হচ্ছে, হত্যাকারীরা যুবককে অন্য কোন স্থানে হত্যার পর স্বজনদের নাগালের বাইরে উল্লেখিত ডোবায় লাশ ফেলে গেছে। নিহতের মাথা থেকে পেট পর্যন্ত অংশ মাছ বা কিরা পোকায় খেয়ে ফেলেছে । নিহতের পড়নে ছিল নীল রংয়ের জিন্সের প্যান্ট ও সাদার মধ্যে নেভি-ব্লো স্টাইপের হাফ হাতা গেঞ্জি। পুলিশ নিহতের নাম-পরিচয় উদ্ধারের চেষ্টা চালাচ্ছেন । পুলিশ ও ঘটনাস্থলবাসী সূত্রে জানা যায়, আজ সোমবার(26/9/2022) সকাল থেকে ঘটনাস্থলের আশপাশে দুর্গন্ধে সয়লাভ হয়ে যায় । দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে স্থানীয় লোকজন ডোবার কচুরিপানার ফাঁকে মানুষের লাশ দেখতে পান। খবর পেয়ে শিবপুর থানার উপ-পরিদর্শক মুক্তার হোসেন ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসীর সহযোগিতায় ডোবা থেকে লাশ উদ্ধার করে। লাশের খবর ছড়িয়ে পড়লে আশপাশ এলাকার বহুলোক ঘটনাস্থলে জড়ো হয়। কিন্তু কেউ লাশ শনাক্ত করতে পারেননি। পরে পুলিশ লাশের সুরতহাল প্রতিবেদন করে লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে প্রেরণ করে। নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জায়েদ শাহরিয়ার, শিবপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার মেজবাহ উদ্দিন, শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া ঘটনাস্থল পরিদর্শন করেছেন। শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাউদ্দিন মিয়া সাংবাদিকদের জানান, অজ্ঞাতনামা ওই লাশের যে অবস্থা আমরা পেয়েছি, তাতে কোন কিছু বলারই সুযোগ নেই। আনুমানিক কতদিন আগে তাঁর মৃত্যু হয়েছে, তাও ধারণা কোন উপায় নেই। নিহতের পরিচয় উদ্ধারের জন্য এরই মধ্যে পার্শ্ববর্তী ব্রাহ্মণবাড়িয়া, নারায়ণগঞ্জ ও গাজীপুরসহ বিভিন্ন থানায় বার্তা পাঠিয়েছি আমরা। এই ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

    বাংলাদেশ সময়: ৭:২০ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ