• শিরোনাম

    শিক্ষার্থীদের মাদকমুক্ত ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে— এ্যাড. শামসুল হক টুকু এমপি

    জামিল হোসেন পাবনা বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

    শিক্ষার্থীদের মাদকমুক্ত ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে— এ্যাড. শামসুল হক টুকু এমপি

    শিক্ষার্থীদের মাদকমুক্ত ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে--- এ্যাড. শামসুল হক টুকু এমপি

    apps

    টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের এক সংক্ষিপ্ত মতবিনিময় সভায় স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি বলেছেন, শিক্ষার্থীদের মাদকমুক্ত ও কারিগরি শিক্ষায় দক্ষ করে গড়ে তুলতে হবে। বর্তমান বিশ্বায়নের যুগে বেকারত্ব দুরিকরণে কারিগরি শিক্ষার কোন বিকল্প নেই। বুধবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ পরিদর্শনে এসে এক সৌজন্য মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। করোনা ভাইরাসে কোমলমতি শিক্ষার্থীরা যাতে স্বাস্থ্য বিধি মেনে নিয়মিত ক্লাসে করতে পারে সে ব্যাপারে সচেতনতা বাড়াতে কলেজের শিক্ষকদের তিনি পরামর্শ দেন। এ সময় উপস্থিত ছিলেন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ইঞ্জিনিয়ার মো. জমিদার রহমান, বাংলার ইন্সট্রাক্টর মো. আলী আকবর মিঞা, প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীসহ স্থানীয় সুধীজন প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১:১৩ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৯ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ