• শিরোনাম

    শরীয়তপুর বাস ষ্ট্যান্ড থেকে শরীয়তপুর – ঢাকা বাস সার্ভিস চালু। সুপার সার্ভিসের ১৫ টি বাস ছেড়ে যায় ঢাকার উদ্যেশ্যে

    শরীয়তপুর প্রতিনিধি ঃ রবিবার, ২৬ জুন ২০২২

    apps

    পদ্মা সেতু চালু হওয়ার পর শরীয়তপুর বাস ষ্ট্যান্ড থেকে আজ রোববার সকাল ৮টা ৩০ মিনিটের সময় শরীয়তপুর সুপার সাভির্সেও ১৫ টি গাড়ী ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যায়। এর পর আর কোন বাস ছাড়েনি। তবে পর্যাপ্ত গাড়ী না পেয়ে আগের মতই লঞ্চ,ফেরি ,সি বোট দিয়ে পাড় হয়ে ঢাকা যেতে হয়েছে যাত্রী সাধারনের। শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের সভাপতি ফারুক আহম্মেদ তালুকদার বলেন, আমরা আরো গাড়ী নামাবো তখন আর যাত্রী সাধারনের কোন সমস্যা হবে না।
    শরীয়তপুর সুপার সার্ভিস পরিবহনের লাইন সেক্রেটারী বিল্লাল তালুকদার ও স্থানীয় সুত্রে জানা যায় , পদ্মা সেতু চালু হওয়ার শরীয়তপুর বাস মালিক গ্রুপ এর পক্ষ থেকে সরাসরি শরীয়তপুর থেকে ঢাকা রুটে শরীয়তপুর সুপার সার্ভিস নামে উন্নত মানের বিলাশ বহুল ১৫ টি গাড়ী চালু করা হয়। আজ সকাল ৮.৩০ মিনিট থেকে পর্যায় ক্রমে বাস গুলো রাজধানী ঢাকা উদ্দেশ্যে ছেড়ে যায়। সেখানে যাত্রী প্রতি ২৫০ টাকা হারে ভাড়া নেওয়া হয়। আজ রোববার সকাল থেকেই শরীয়তপুর বাস ষ্ট্যান্ড এলাকায় যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল। মাত্র ১৫ টি গাড়ী ছেড়ে যাওয়ায় অনেক যাত্রী কে আগের মত লঞ্চ, ট্ররার ও সি বোটে পার হয়ে যেতে হয়েছে। শরীয়তপুর সুপার সার্ভিসের প্রথম বাসের উদ্ভোধন করেন শরীয়তপুর সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও শরীয়তপুর বাস মালিক গ্রুপের সভাপতি ফারুক আহাম্মেদ তালুকদার। এ সময় আরো উপস্থিত ছিলেন জাজিরা পৌরসভার মেয়র মোঃ ইদ্রিস মাদবর, শরীয়তপুর পৌরসভার প্যানেল মেয়র ও বাস মালিক গ্রুপের সাধারন সম্পাদক বাচ্চু বেপারী ,শরীয়তপুর বাস শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারন সম্পাদক আলী আজম মাদবর ,সাবেক সাধারন সম্পাদক এলিম পাহাড় প্রমুখ নেতৃবৃন্ধ।

    বাংলাদেশ সময়: ১২:৩৫ অপরাহ্ণ | রবিবার, ২৬ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ