• শিরোনাম

    শরীয়তপুরে মিথ্যা মামলা, নির্বাচনে ভোট চাইতে বাধা ও ভোটারদের আতংক সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    শরীয়তপুর প্রতিনিধি সোমবার, ১৩ জুন ২০২২

    শরীয়তপুরে মিথ্যা মামলা, নির্বাচনে ভোট চাইতে বাধা ও ভোটারদের আতংক সৃষ্টির প্রতিবাদে সংবাদ সম্মেলন

    apps

    ঃ শরীয়তপুর সদর উপজেলার চিতলিয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে সাবেক চেয়ারম্যান ও আনারস প্রতীকের বর্তমান চেয়ারম্যান প্রার্থী আব্দুস সালাম হাওলাদার তার প্রতিদ্ধন্ধী ঘোড়া প্রতীকের প্রাথী হারুনুর রশিদ হাওলাদারের বিরুর্দ্ধে মিথ্যা মামলায় হয়রানি, সন্ত্রাসী কর্মকান্ড, এলাকায় আতংক সৃষ্টি নির্বাচনে ভোট চাইতে বাধা দেওয়ার প্রতিবাদে আজ রোববার বিকালে কাশিপুর নেছারিয়া দাখিল মাদ্রাসা মাঠে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন। এ সময় লিখিত বক্তব্যে আব্দুস সালাম হাওলাদার বলেন, গত রমজানের ঈদের দিন চিতলিয়া ২ নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি আব্দুল কুদ্দুছ বেপারীকে কুপিয়ে হত্যা করে। গত ১১জুন আলী হোসেন সরদার নামে একজনকে বাড়ী থেকে ডেকে নিয়ে কুপিয়ে মারাত্নক আহত করে। পুরো ইউনিয়ন জুড়ে আমার কর্মী সমর্থকদের ভোট চাইতে বাধা দিচ্ছে। সুষ্ট ভোট নিয়ে আমরা চরম শংকায় আছি। এ সময় উপস্থিত ছিলেন, জেলা পরিষদেও সাবেক সদস্য শাখওয়াত হোসেন হাওলাদার, আব্দুল হামেদ হাওলাদার, শামসুল আলম সরদার, সাবেক মেম্বার আনিস উদ্দিন মোল্লা, সংরক্ষিত আসনের মেম্বার প্রার্থী (৪,৫,৬) মেরিনা আক্তার মেম্বার প্রার্থী ফারুক মুন্সি প্রমুখ।

    বাংলাদেশ সময়: ১০:৪০ অপরাহ্ণ | সোমবার, ১৩ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ