• শিরোনাম

    লফস এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠির আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যানগাড়ি বিতরণ

    নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

    লফস এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠির আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যানগাড়ি বিতরণ

    apps

    রাজশাহীর পবা উপজেলা চত্তরে লফস এর উদ্যোগে দরিদ্র জনগোষ্ঠির আত্মকর্মসংস্থান সৃষ্টিতে ভ্যানগাড়ি বিতরণ হয়েছে। বুধবার(১০ আগষ্ট) পবা উপজেলা চত্তরে দাতা সংস্থা বাংলাদেশ এনজিও ফাউন্ডেশন এর সহযোগিতায় বেসরকারী উন্নয়ন ও মানবধিকার সংস্থা লেডিস অর্গানাইজেশন ফর সোসাল ওয়েলফেয়ার (লফস) এর বাস্তবায়নাধীন হতদরিদ্র জনগোষ্ঠির জীবনমান উন্নয়ন কর্মসূচির আওতায় ১০ জন হতদরিদ্র জনগোষ্ঠির মাঝে আত্মকর্মসংস্থান সৃষ্টির লক্ষ্যে ভ্যানগাড়ি বিতরণ করা হয়। ভ্যানগাড়ি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা। এসময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোসা. আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন এবং লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন। এছাড়াও অন্যান্যর মধ্যে উপস্থিত ছিলেন সংস্থার প্রোগ্রাম ম্যানেজার সালাউদ্দিন, প্রোগ্রাম অফিসার চম্পা খাতুন, মো. মেহেদি হাসান, অফিস সহকারী টুম্পা পালসহ উপকার ভোগীগন। অনুষ্ঠানে সম্মানিত অতিথিবৃন্দ বলেন দেশের জনসংখ্যাকে জনশক্তিতে রুপান্তিত করতে বেকার জনগোষ্ঠির কর্মসংস্থান সৃষ্টি করতে হবে। বর্তমান সরকার আত্মকর্মসংস্থান সৃষ্টি করতে নানারকম কর্মসূচি বাস্তবায়ন করছে। যার ফলে দেশের বেকারত্ব হ্রাস পেয়েছে এবং আত্মকর্মসংস্থান সৃষ্টি হচ্ছে। লফস এর নির্বাহী পরিচালক শাহানাজ পারভীন বলেন দেশের উন্নয়নে সরকারের পাশাপাশি আমাদের সম্মিলিত ভাবে কাজ করতে হবে। তিনি প্রদত্ত ভ্যানগাড়ি উপকার ভোগীদের আয় বৃদ্ধি ও ভাগ্য পরিবর্তনে সহায়ক হবে বলে আশা ব্যক্ত করেন।

    বাংলাদেশ সময়: ৮:২০ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ১১ আগস্ট ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ