• শিরোনাম

    রায়পুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

     রায়পুরা (নরসিংদী) প্রতিনিধি: শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

    রায়পুরায় বড় ভাইয়ের হাতে ছোট ভাই খুন

    apps

    নরসিংদীর রায়পুরা উপজেলার উত্তর বাখর নগর ইউনিয়নের উত্তরবাখরনগর গ্রামে পারিবারিক কলহের জেরে বড় ভাই ইদ্দিস মিয়া (৫০) এর সাবলের আঘাতে ছোট ভাই শহিদ (৪০) এর মৃত্যু হয়েছে। শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে উত্তরবাখরনগর ইউনিয়নের উত্তরবাখরনগর গ্রামে এ ঘটনা ঘটে। পরে খবর পেয়ে পুলিশ অভিযুক্ত বড়ভাই ইদ্দিস মিয়াকে গ্রেপ্তার করে। দুজনই উত্তরবাখরনগর গ্রামের মৃত মান্নান মিয়ার ছেলে। নিহত শহিদ মিয়ার স্ত্রী জানান, শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে পারিবারিক কলহের কারনে ইদ্দিস মিয়ার স্ত্রী ও মেয়ের সাথে আমাদের ঝগড়া হয়। ঝগড়ার এক পর্যায়ে ইদ্দিস মিয়ার স্ত্রীনও মেয়ে অকথ্য ভাষায় গালাগালি করতে থাকলে এক পর্যায়ে শহিদ মিয়া রাগান্বিত হয়ে তার স্ত্রীর ও মেয়ের গায়ে হাত তুলে। এরই জেরে তার বড় ভাই ইদ্দিস মিয়ার মধ্যে কলহ বাঁধে। পরে ইদ্দিস মিয়া ক্ষোভে হাতে থাকা সাবল দিয়ে শহিদ মিয়াকে আঘাত করলে সে মাটিতে লুটিয়ে পড়ে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তার অবস্থার অবনতি দেখে নরসিংদী সদর হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। পরে নরসিংদী হাসপাতালে নেওয়ার পথে শহিদ মিয়ার মৃত্যু হয়। উক্ত ঘটনার সত্যতা স্বীকার করে নিহত শহিদ মিয়ার ছোট বোন ছিদ্দিকা জানান, ছোট ভাই শহিদ মিয়া ও তার স্ত্রীর ঝগড়াকে কেন্দ্র করেই বড় ভাই ইদ্দিস মিয়া ছোট ভাইকে সাবল দিয়ে আঘাত করে হত্যা করে। এব্যাপারে রায়পুরার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুর রহমান বলেন,ঘটনা ঘটার পর খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই আমরা মূল আসামী ইদ্দিস মিয়াকে গ্রেপ্তার করতে সক্ষম হয়, লাশ ময়নাতদন্তের জন্যে মর্গে প্রেরন করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১০:৪২ অপরাহ্ণ | শুক্রবার, ৩০ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ