• শিরোনাম

    রাজশাহী’র গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

    জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ রবিবার, ২০ নভেম্বর ২০২২

    রাজশাহী’র গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়

    apps

    আগামী ৩ ডিসেম্বর রাজশাহীর বিভাগীয় গণসমাবেশ সফল করার লক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়। রবিবার (২০ নভেম্বর) সকাল সাড়ে ১০টায় শহরের ইবি রোডস্থ পৌর ভাসানী মিলনায়তনে জেলা বিএনপির সহ-সভাপতি মজিবুর রহমান লেবুর সভাপতিত্বে অনুষ্ঠিত প্রস্তুতি সভায় বক্তব্য রাখেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মন্ডলীর সদস্য,সাবেক এমপি আলহাজ্ব আব্দুল মান্নান তালুকদার, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির তাঁতী বিষয়ক সম্পাদক আলহাজ্ব হুমায়ন ইসলাম খান, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক মেয়র,অ্যাড.মোকাদ্দেস আলী,বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য,সাবেক এমপি এম.আকবর আলী ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি মকবুল হোসেন চৌধুরী।

    জেলা বিএনপির সহ-সভাপতি অমর কৃষ্ণ দাস ও যুগ্নসাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ এর যৌথ সঞ্চালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপির সভাপতি রফিকুল ইসলাম,সাধারণ সম্পাদক অ্যাড.নাজমুল ইসলাম,রায়গঞ্জ উপজেলা বিএনপির সভাপতি সামছুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সভাপতি ইকবাল হোসেন হিরু,এনায়েতপুর থানা বিএনপির আহ্বায়ক নুরুল ইসলাম মাস্টার, কাজিপুর উপজেলা বিএনপির সদস্য সচিব সেলিম রেজা,তাড়াশ উপজেলা বিএনপির সভাপতি সরদার আফছার আলী, উল্লাপাড়া উপজেলা বিএনপির আহ্বায়ক আব্দুল ওয়াহাব,সলঙ্গা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আলীম সরকার,চৌহালী উপজেলা বিএনপির সদস্য সচিব জাহিদ মোল্লা, সিরাজগঞ্জ জেলা জিয়া পরিষদের সভাপতি আবু হাশেম সরকার,জেলা যুবদলের সভাপতি মির্জা আব্দুল জব্বার বাবু,জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি আনোয়ার হোসেন রাজেশ,জেলা যুবদলের সাধারণ সম্পাদক মুরাদুজ্জামান মুরাদ,জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ ও সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সেরাজ প্রমুখ।

    সভায় সিরাজগঞ্জ জেলা বিএনপির সভাপতি ও সাবেক সংসদ সদস্য রুমানা মাহমুদ এর উপর কামারখন্দে লিফলেট বিতরণকালে আওয়ামীলীগের অতর্কিত হামলার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে হামলাকারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানানো হয়েছে।

    এসময় জেলা বিএনপির নির্বাহী কমিটির সকল নেতৃবৃন্দসহ সকল উপজেলা,থানা বিএনপি ও জেলা পর্যায়ের অঙ্গ-সহযোগি সংগঠনের ৫ জন করে নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন ।

    বাংলাদেশ সময়: ১১:১৯ অপরাহ্ণ | রবিবার, ২০ নভেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ