• শিরোনাম

    রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কৃষক লীগের বর্ধিত সভা

    নিজস্ব প্রতিবেদক: সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

    রাজশাহীতে প্রধানমন্ত্রীর জনসভা সফল করতে কৃষক লীগের বর্ধিত সভা

    apps

    আাগামী ২৯ জানুয়ারি দীর্ঘ পাঁচ বছর পর রাজশাহী আসছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষে ইতোমধ্যে আগাম প্রস্তুতি শুরু হয়েছে। এদিন বেলা ১২টা থেকে তিনি রাজশাহীর ঐতিহাসিক মাদরাসা ময়দানের সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখবেন। জনসভা সফল করতে ইতোমধ্যে আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগি সংগঠন প্রস্তুতিমূলক সভা করা শুরু করছে।

    এরই অংশ হিসেবে জেলা কৃষক লীগের আয়োজনে সোমবার বিকেল ৩ টায় কোর্ট স্টেশন সংলগ্ন রাজশাহী জেলা কৃষক লীগের অস্থায়ী দলীয় কার্যালয়ে বর্ধিত অনুষ্ঠিত হয়। রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক, পবা উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন এর সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সহ-সভাপতি বিমল সরকার, জেলা কৃষক লীগের সাবেক সহ-সভাপতি আবুল হোসেন ও অধ্যাপক এনতাজ আলী, সাবেক সাংগঠনিক সম্পাদক আতাউর রহমান ও বজলে মামুন, সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এনামুল হক মন্ডল, সাবেক দপ্তর সম্পাদক নজরুল ইসলাম চিনু ও আহবায়ক সদস্য আসাদুল হক দুখু।

    আরো উপস্থিত ছিলেন জেলা কৃষক লীগের সদস্য ইমন মন্ডল, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের যুগ্ম আহবায়ক হাসানুজ্জামান উজ্জল, বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি মহসিন আলী ও সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক বাবু, পুঠিয়া উপজেলা কৃষক লীগের সভাপতি রাজিবুল হক রাজিব, পবা উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক সরওয়ারে আলম মানিক, তানোর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক আবু বাক্কার, গোদাগাড়ী উপজেলা কৃষক লীগের সভাপতি রুহুল আমিন, মোহনপুর উপজেলা কৃষক লীগের সাধারণ সম্পাদক শামীম উদ্দিন, চারঘাট উপজেলা কৃষক লীগের সভাপতি আশরাফুল জামান, সাধারণ সম্পাদক তৌহিদুল ইসলাম ও বাঘা উপজেলা কৃষক লীগের সভাপতি শফিকুল ইসলামসহ রাজশাহী জেলা ও উপজেলা কৃষকলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং অন্যান্য নেতাকর্মীবৃন্দ।

    সভাপতির বক্তব্যে রাজশাহী জেলা কৃষক লীগের সভাপতি অধ্যক্ষ তাজবুল ইসলাম শুরুতে গত ৪ ডিসেম্বর বাগমারা উপজেলায় অনুষ্ঠিতব্য সম্মেলন সফলভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় বাগমারা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক কে বিশেষ ধন্যবাদ জ্ঞাপন করেন। এছাড়াও বাগমারা উপজেলা কৃষক লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ রাজশাহীর সকল উপজেলা কৃষক লীগ সক্রিয় অংশগ্রহণ করায় ধন্যবাদ জানান সেইসাথে আগামী ২৯ তারিখ ঐতিহাসিক মাদ্রাসা মাঠে প্রধানমন্ত্রীর জনসভায় সঠিক সময়ে উপস্থিত হওয়ার জন্য নেতাকর্মীদের আহ্বান জানান তিনি।

    বাংলাদেশ সময়: ১১:১৬ অপরাহ্ণ | সোমবার, ১৬ জানুয়ারি ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ