• শিরোনাম

    রাজবাড়ী দৌলতদিয়া সোহান হত্যার মামলায় ২ জন আটক

    মোঃ শামীম বিশ্বাস, রাজবাড়ী প্রতিনিধি: মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

    রাজবাড়ী দৌলতদিয়া সোহান হত্যার মামলায় ২ জন আটক

    apps

    রাজবাড়ী দৌলতদিয়া ক্লুলেস হত্যা মামলার রহস্য উদঘাটন ও ২জন আসামি আটক সহ হত্যাকান্ডে ব্যবহৃত চাকু এবং ভিকটিমের মোবাইল ফোন উদ্ধার করেছে গোয়ালন্দ ঘাট থানা পুলিশ। আটককৃত আসামি হলো হায়াত কাজী (১৭) দৌলতদিয়া শাহাদাৎ পাড়া মেম্বার পাড়া মাদার কাজীর ছেলে। নিরব শেখ (১৭) দৌলতদিয়া শামছু মাষ্টার পাড়ার শহীদ শেখের ছেলে। আজ সোমবার ২০শে মার্চ সকাল ১১টার সময় গোয়ালন্দ ঘাট থানার হল রুমে প্রেস রিলিজ অনুষ্ঠিত হয়েছে। প্রেস রিলিজ সুএে জানা গেছে গত ১৬.০৩.২০২৩তারিখে দৌলতদিয়া মুক্তি মহিলা সমিতির নির্মাণাধীন বিডিং এর মধ্যে ধারালো অস্ত্র দারা কুপিয়ে জখম করে হত্যা করে বালু ও ইট দিয়ে চাপা দিয়ে রাখে। স্হানীয় ভাবে সংবাদ পেয়ে পুলিশ মরদেহ উদ্ধার করে সুরতাল প্রতিবেদনপ্রস্তত করে ময়না তদন্তের করে মৃত ব্যক্তির পরিচয় সনাক্ত করে। বিশ্বস্ত গুপ্তচর প্রযুক্তি ব্যবহার করে ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত পূর্বক গত ১৮ই মার্চ তারিখে ভোরে কালুখালী থানার মহেন্দ্রপুরের কামিয়া গ্রামে আহমেদ শেখের বাড়ি হতে ভিকটিম সোহানের ব্যবহৃত মোবাইল ফোন ও হায়াত কাজীর পরিধেয কাপড় চোপড় সহ একটি ব্যাগ জব্দ করা হয় সেই সময় আসামি হায়াত কাজী ও আসামি নিরব শেখ পুলিশের উপস্থিত টের পেয়ে পালিয়ে যায়
    গত ১৯.০৩.২০২৩ তারিখে গভীর রাতে কালুখালী হরিণ বাড়িয়া প্রমানিক পাড়া হতে নিরব শেখ ও হায়াত কাজীকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদের তার হত্যাকান্ডের জড়িত থাকার কথা স্বীকার করে। নিরব শেখ দেখানো মতে হত্যাকান্ডের ব্যবহৃত ধারালো চাকু অগ্রভাগএলো পাথাড়ি ভাবে কুপিয়ে হত্যা করার সময় ভেঙ্গে যায়। নিরবের দাদির বসত ঘরে থেকেহত্যার সময় হায়াতের গায়ে থাকা রক্ত দাগ যুক্ত শাট উদ্ধার করা হয়। আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ১৫দিন আগে দৌলতদিয়া কে কে এস স্কুলের মাঠে নিরবকে মারপিট করে এবং একটি মোবাইল চুরির ঘটনায় হায়াত কে চোর ও মাদক সেবী বলে গাল মন্দ করার জের ধরে সোহান কে হত্যার করার পরিকল্পনা করে। গত ১৬.০৩.২০২৩ তারিখে রাত আনুমানিক ৩ টার দিকে ভিকটিম সোহান শেখকে যৌনপল্লীর নার্গিসের বাড়ির সামনে জাহাঙ্গীর দোকানের সামনে থেকে নিরব শেখ ও হায়াত কাজী ডেকে নিয়ে যায় গাঁজা সেবন কথা বলে যৌন পল্লীর পাশে থাকা মুক্তি মহিলা সমিতির গেইট প্রচীর টপকিয়ে পার হয়ে ঘটনা স্হানে নিয়ে গিয়ে কাঠের বাটাম ও ইট দিয়ে সোহান কে আঘাত করে নিরবের কাছে থাকা ধারালো চাকু দিয়ে বুকে আঘাত করলে সোহান মাটিতে লুটতে পড়ে। এর পর নিরব হায়াত সহ অন্যান্যরা এলোপাথাড়ি ভাবে কুপিয়ে জখম করে মৃত নিশ্চিত করে লাশ গুম করার উদ্দেশ্য বালু ও ইট দিয়ে চাপা দেয়। আটককৃত আসামিদের আদালতে প্রেরণ করা হবে। প্রেস রিলিজ লিখিত বক্তব্য পাঠ করেন রাজবাড়ী জেলা সদর এডিশনাল এসপি মোঃ ইফতেখারুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন গোয়ালন্দ থানার ওসি স্বপন কুমার মজুমদার।

    বাংলাদেশ সময়: ১:২১ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২১ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ