• শিরোনাম

    রাজধানী সহ বিভিন্ন এলাকায় নকল ভেজাল ঔষদ ও নকল শিশু খাদ্য কারখানা অভিযান জরিমানা

    শরীফ আহমেদ প্রতিবেদনঃ শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

    apps

    ঢাকার কদমতলী, ডেমরা ও কেরানীগঞ্জ এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করায় বিভিন্ন প্রতিষ্ঠানকে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতে ১১ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানা।

    গতকাল র‌্যাব-১০ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মোঃ মাজহারুল ইসলাম ও র‌্যাব-১০ এর সমন্বয়ে একটি চৌকস দল ঢাকার কদমতলী, ডেমরা ও কেরানীগঞ্জ এলাকায় ভ্রাম্যমাণ আদালত কার্যক্রম সম্পন্ন করে। এসময় বিএসটিআই এর প্রতিনিধির উপস্থিতিতে উক্ত ভ্রাম্যমাণ আদালত উল্লেখিত এলাকায় অনুমোদনহীন নকল বৈদ্যুতিক পাখা, ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য উৎপাদন, মজুদ ও বিক্রি করার অপরাধে ০৭টি প্রতিষ্ঠানকে সর্বমোট ১১,৫০,০০০/- (এগারো লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা প্রদান করেন। যার মধ্যে হামজা ফুড প্রোডাক্টস’কে নগদ ২,০০,০০০/- (দুই লক্ষ) টাকা, কেয়ার ল্যাবরেট্যারিজ’কে নগদ ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, কসমো প্লাস্টিক’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, শান্ত ফুড প্রোডাক্টস’কে নগদ ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা, মিমি এ্যাগ্রো ফুড প্রোডাক্টস’কে নগদ- ৩,০০,০০০/- (তিন লক্ষ) টাকা, জনতা কর্পোরেশন’কে নগদ- ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা ও এস.কে. নুর ফুড প্রোডাক্টস’কে নগদ- ১,০০,০০০/- (এক লক্ষ) টাকা জরিমানা প্রদান করেন। এছাড়া বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট এর নির্দেশে উক্ত মোবাইল কোট আনুমানিক ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা মূল্যের নকল বৈদ্যুতিক পাখা, ঔষধ এবং ভেজাল খাদ্য দ্রব্য জব্দ ও ধ্বংশ করা হয়।পরে কাচাঁমাল বিনষ্ট করা হয় প্রয়োজনীয় আইনি ব্যবস্হা নেওয়া হয়েছে।

    বাংলাদেশ সময়: ৭:৫৮ অপরাহ্ণ | শুক্রবার, ২৪ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ