• শিরোনাম

    মেলান্দহতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতা ও বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছেন।

    শারমিন আক্তার উপজেলা প্রতিনিধি জামালপুর। মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

    মেলান্দহতে পুলিশ প্রশাসন অত্যন্ত তৎপরতা ও বিচক্ষণতার সাথে কাজ করে যাচ্ছেন।

    apps

    “মুজিব বর্ষের অঙ্গীকার পুলিশ হবে জনতার”এই স্লোগানকে প্রতিনিয়ত বাস্তবায়ন করে যাচ্ছেন মেলান্দহ থানার ওসি (অফিসার ইনচার্জ, মেলান্দহ) এম,এম ময়নুল ইসলাম। গত ১০/১০/২০২১ইং তারিখে মেলান্দহ থানার ওসির পরামর্শে ও দিকনির্দেশনায় ঢাকা জেলার সাভার থানা এলাকা হইতে অপহৃত ভিকটিম উদ্ধার এবং আসামি গ্রেফতার করা হয়। বাদী মোছাঃ মুক্তা বেগম (৩০) স্বামী মোঃ হাবিবুর রহমান গ্রাম আগপয়লা থানা মেলান্দহ জেলা জামালপুর সাধারণ ডায়েরির জন্য আবেদন করেন যে তাহার মেয়ে মোছাঃ আছফিয়া আক্তার হিয়া(১৪) ইং ৩০/০৯/২০২১ তারিখ সকাল অনুমান ০৯.৩০ ঘটিকার সময় বাদীর বসত বাড়ী হইতে স্কুলের উদ্দেশ্যে বাইর হইয়া যায় । পরবর্তীতে আর ফিরে না আসায় অনেক খোঁজাখুঁজি করিয়াও তাহার মেয়ের কোন সন্ধান পান নাই। এমতাবস্থায় তাহার আবেদনক্রমে বিষয়টি মেলান্দহ থানার সাধারণ ডায়রি নম্বর ৪২৪ তারিখ ০৯/১০/২০২১ ইং মূলে এন্ট্রি করা হয় এবং এস আই মোঃ রফিকুল ইসলামকে তদন্তের দায়িত্বভার অর্পণ করা হয়। এস আই মোঃ রফিকুল ইসলাম টেকনোলজি ব্যবহার করে অল্প সময়ের মধ্যে ভিকটিম মোছাঃ আশফিয়া আক্তার হিয়া এর অবস্থান শনাক্ত করে অদ্য ইং ১০/১০/২০২১ তারিখে মেলান্দহ থানা পুলিশের টিম ঢাকা জেলার সাভার থানাধীন ডগরমোড়া এলাকার জনৈক শামসুন্নাহার বেগম স্বামী মৃতঃ ইসুব আলী এর ভাড়া বাসা হইতে ভিকটিম মোছাঃ আশফিয়া আক্তার হিয়া কে আসামি মোঃ ইউসুফ আলী (১৯) পিতা মোঃ আশরাফ আলী গ্রাম রামভদ্রা থানা ইসলামপুর জেলা জামালপুর এর হেফাজত হইতে উদ্ধার করা হয় এবং আসামি মোঃ ইউসুফ আলীকে গ্রেপ্তার করা হয়। ভিকটিমকে উদ্ধার করার পর তিনি জানান ঘটনার দিন ও সময়ে স্কুলে যাওয়ার জন্য বাড়ির বাহির হইলে আসামি মোঃ ইউসুফ আলী তাদের বাড়ির পাশে রাস্তা হইতে বিয়ের প্রলোভনে তাহাকে অপহরণ করিয়া ঢাকা জেলার সাভার থানাধীন ডগরমোড়া এলাকার জনৈক শামসুন্নাহার বেগম এর ভাড়া বাসায় লইয়া গিয়া ইচ্ছার বিরুদ্ধে একাধিকবার ধর্ষণ করে। উল্লেখিত ঘটনায় আইনানুগ কার্যক্রম চলমান।

    বাংলাদেশ সময়: ১২:৪৯ অপরাহ্ণ | মঙ্গলবার, ১২ অক্টোবর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ