• শিরোনাম

    মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

    মোবারক হোসেনঃ শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

    মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত

    apps

    ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, ক্রীড়াই হয় সর্বজ্জল”
    নেশামুক্ত,মাদকমুক্ত,সন্ত্রাসমুক্ত, ভূমি দখলদারমুক্ত, আধুনিক মানবিক সমাজগঠন হোক এই আমাদের অঙ্গিকার..এ স্লোগানে গাজীপুরের শ্রীপুরে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ২ ডিসেম্বর )বিকাল ৩ টায় শ্রীপুর উপজেলার মাওনা ইউনিয়নের শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ জাঁকজমকপূর্ণ জমকালো আয়োজনে অনুষ্ঠিত হয়।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক ও শ্রীপুর উপজেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের আহ্বায়ক সদস্য শেখ মোঃ মাসুদ রানার সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক আহ্বায়ক সদস্য
    আলহাজ্ব মোঃ আছমত আলী( আরিফ),খেলা শুরু হওয়ার আগে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচ উদ্বোধন করেন,মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ আলম সিকদার। ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে সভাপতিত্ব করেন, মাওনা খেলা ঘরের এমডি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ কবির হোসেন। প্রধান আলোচক হিসেবে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন, গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবকলীগের নির্বাহী সদস্য ও সুপ্রিম কোর্টের আইনজীবী এ্যাড. মোঃ শাহীন মাহমুদ,।টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের দ্বিতীয় ম্যাচে জাতীয় পতাকা উত্তোলন করেন,শ্রীপুর উপজেলা স্বাস্থ্য সহকারী মোঃ রুহুল আমীন, আরো উপস্থিত ছিলেন মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি হাবিবুর রহমান হাবিব,
    মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ আলেক সিকদার,বরেণ্য অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, মাওনা ইউনিয়ন আওয়ামী লীগের দপ্তর সম্পাদক মোঃ সাইদুল ইসলাম,বিশিষ্ট ব্যবসায়ী জনাব মোঃ ফারুক সিকদার। উক্ত ফুটবল টুর্নামেন্টে নেতৃবৃন্দরা বক্তব্যে বলেন,খেলাধুলা সমাজের অপরাধমূলক কর্মকাণ্ড থেকে যুব সমাজকে দূরে রাখে।মাদককে না বলে খেলাধুলার মাধ্যমে যুব সমাজকে রক্ষা করতে হবে এবং মাদকমুক্ত ও সন্ত্রাসমুক্ত সমাজ গঠন করতে হবে।এই ধরনের টুর্নামেন্ট আয়োজনের মাধ্যমে সারাদেশে খেলাধুলায় অগ্রণী ভূমিকা রাখবে।গ্রামবাংলার ছোট ছোট টুর্নামেন্ট থেকে একদিন বাংলাদেশ জাতীয় দলের খেলোয়াড় তৈরি হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা মানুষের মনকে সুন্দর ও উজ্জীবিত করে তোলে। এই শিরিশগুড়ী গ্রামে যারা এতো সুন্দর একটি ফুটবল টুর্নামেন্ট আয়োজন করেছেন বিশেষ করে শেখ মোঃ মাসুদ রানাসহ সকলকে অভিনন্দন জানিয়েছেন নেতৃবৃন্দরা।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের আহবায়ক শেখ মোঃ মাসুদ রানা বক্তব্যে বলেন,এই ফুটবল টুর্নামেন্ট আয়োজন করা হয়েছে শুধু মাদকমুক্ত, সন্ত্রাসমুক্ত ও ভূমিদস্যু মুক্ত, আধুনিক মানবিক সমাজগঠন করার লক্ষ্যে।সুস্থভাবে জীবন-যাপন করতে খেলাধুলার বিকল্প নেই।এ ধরনের খেলাধুলার আয়োজন করে আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সুস্থ, সরল ও সৎপথে রাখা যায়। তাই দেশের খেলাধুলাকে বহুদূর এগিয়ে নিতে সবাইকে নিজ নিজ অবস্থান থেকে এসব খেলাধুলায় সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য আহবান জানান। পরিশেষে তিনি বলেন এই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টিতে কয়েকটি গ্রামের ছেলে মেয়েরা পড়াশোনা করে এই শিরিশগুড়ী গ্রামে কোন উচ্চ বিদ্যালয় না থাকায় ছোট ছোট ছেলে মেয়েরা কষ্ট করে প্রায় কয়েক কিলোমিটার দূরে গিয়ে উচ্চ বিদ্যালয়ে পড়াশোনা করতে হয়।তিনি মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা এবং গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি মহোদয়ের কাছে জোর দাবী জানান এই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত চালু করার জন্য। এতে এলাকার কয়েকটি গ্রামের ছেলে মেয়েরা বেশিদূর কষ্ট করে পায়ে হেঁটে পড়াশোনা করতে যেতে হবে না। শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়টি অষ্টম শ্রেণি পর্যন্ত চালু হলে হাজার হাজার ছেলে মেয়েরা পড়াশোনা করার সুযোগ পাবে।এতে এলাকাও উন্নয়ন হবে।
    মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচে অংশগ্রহণকারী দল কপাটিয়া পাড়া ফুটবল একাদশ বনাম শৈলাট স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ।খেলায় কপাটিয়াপাড়া ফুটবল একাদশ দল শৈলাট স্পোর্টিং ক্লাব ফুটবল একাদশ দলকে ট্রাইবেকারে ৪-১গোলে পরাজিত করে জয় লাভ করে।এর আগে দু’টো দলই হাড্ডাহাড্ডি লড়াই করে ১-১ গোলে ড্র করে, তারপর ট্রাইবেকারে কপাটিয়াপাড়া ফুটবল একাদশ দল বিজয়ী হয়।মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ এমপি ফুটবল টুর্নামেন্টের শুভেচ্ছান্তে ছিলেন,মোঃ আবুল কালাম আজাদ ফরাজী, উক্ত ফুটবল টুর্নামেন্টের প্রতিটি খেলায় ধারাভাষ্যে ও সার্বিক পরিচালনা করেন যাচ্ছেন মাওনা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি শেখ মোঃ আব্দুল্লাহ আল মামুন,আরো উপস্থিত ছিলেন শ্রীপুর রিপোর্টার্স ক্লাবের সাংগঠনিক সম্পাদক সাংবাদিক মোবারক হোসেন, সাংবাদিক এস.এম দুর্জয়,বঙ্গ টিভির রিপোর্টার নজরুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।খেলা শুরু হওয়ার আগেই শিরিশগুড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দর্শক কানায় কানায় পরিপূর্ণ ভরে যায়।ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ড কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় ম্যাচটি দেখার জন্য দূরদূরান্ত থেকে হাজার হজার দর্শক খেলাটি আনন্দ উল্লাসে ঢাকঢোল বাজিয়ে উপভোগ করেন।

    বাংলাদেশ সময়: ১০:১৯ অপরাহ্ণ | শনিবার, ০৩ ডিসেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ