• শিরোনাম

    মিশন থেকে ফিরে ছোট বোনকে বিয়ে দেওয়ার স্বপ্ন পূরণ হলো না শরিফের

     জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ বুধবার, ০৫ অক্টোবর ২০২২

    মিশন থেকে ফিরে ছোট বোনকে বিয়ে দেওয়ার স্বপ্ন পূরণ হলো না শরিফের

    apps

    সিরাজগঞ্জ মধ্য আফ্রিকান শান্তিরক্ষা কার্যক্রম পরিচালনার সময় বোমা বিস্ফোরণে নিহত হন শান্তিরক্ষী সৈনিক শরিফ হোসেন। তার ইচ্ছে ছিল মিশন থেকে ফিরে আদুরের ছোট বোন লাখি খাতুনকে বিয়ে দেবে। তার সেই স্বপ্নটা আর পূরণ হলো না। বুধবার (৫ অক্টোবর) সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার বেড়া খারুয়া গ্রামে শরিফ হোসেনের বাড়িতে গিয়ে কথা হয় প্রতিবেশি ও স্বজনদের সাথে। সবাই কান্না জনিত কন্ঠে বলেন, দরিদ্র পরিবারের ছেলে শরিফ হোসেন। তাঁতের কাজ করে নিজের লেখাপড়ার খচর চালিয়েছেন। অঝোরে কাদঁতে কাদঁতে শরিফের মা পানজু আরা বেগম বলেন, আমার ছেলে অনেক কষ্ট করে লেখাপড়া করে সেনাবাহিনীর চাকরি পেয়েছে। মিশনে যাওয়ার আগে আমার ছেলে বলেছিল, মিশন থেকে ফিরে আমার মেয়ে লাখিকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দিবে। আমার ছেলের সেই স্বপ্ন আর পুরুণ হলো না। শরিফের ছোট ভাই কাউছার হোসেন বলেন, আমার বড় ভাইয়ের স্বপ্ন ছিল দেশে ফিরে আমাদের বাড়িঘর ঠিক করে আমাদের আদুরের ছোট বোন লাখি খাতুনকে ভালো একটা ছেলে দেখে বিয়ে দেবে। আমার ভাইয়ের সেই স্বপ্নটা আর পূরণ হলো না। এখন আমার ছোট বোনের কি হবে। বড় ভাইয়ের টাকায় আমাদের সংসার চলে আমার ভাই এখন নেই। আমার ছোট বোনকে কিভাবে এখন বিয়ে দেবো। আমার ভাই দেশের জন্য মিশনে যেয়ে শহীদ হয়েছেন। মাননীয় প্রধানমন্ত্রী ও বাংলাদেশ সেনাবাহিনীর কাছে এখন আমাদের একটাই দাবী আমাদের সংসার চালানো জন্য যেন আমাকে একটা চাকরীর ব্যবস্থা করে দেন। তা না হলে বিয়ে দিতে পারবো না। এবং আমাদের না খেয়ে দিনপার করতে হবে।

    বাংলাদেশ সময়: ৭:২৩ অপরাহ্ণ | বুধবার, ০৫ অক্টোবর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ