• শিরোনাম

    মানিকগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

    রফিক খান, মানিকগঞ্জ প্রতিনিধি বুধবার, ২৪ নভেম্বর ২০২১

    মানিকগঞ্জে নৌকা প্রার্থীর নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের অভিযোগ

    apps

    ,২৩ নভেম্বর রাতের আঁধারে মানিকগঞ্জ সদর উপজেলার নবগ্রাম ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী হাসান আল মেহেদী সুহাসের (প্রতীক নৌকা) নির্বাচনী ক্যাম্প ভাঙচুরের ঘটনা ঘটেছে। সোমবার (২২ নভেম্বর) রাত দেড়টার দিকে ওই ইউনিয়নের ১ নং ওয়ার্ডের বেংরই গ্রামের বাসিন্দা মুদি দোকানদার আলমের বাড়ি অবস্থিত নৌকা প্রতীকের নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করা হয়। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী হাসান আল মেহেদী সুহাসের অভিযোৃগ, স্বতন্ত্র প্রার্থী মোটরসাইকেল প্রতীকের মো: নরুল ইসলাম নুরু ও স্বতন্ত্র প্রার্থী আনারস প্রতীকের রাকিব হোসেন ফরহাদ এবং তাদের লোকজন এই ঘটনা ঘটিয়েছে। তবে স্বতন্ত্র প্রার্থী মো: নরুল ইসলাম নুরুর দাবি, নৌকার প্রার্থী ও তার লোকজন নিজেরাই ঘটনা ঘটিয়ে আমাকে নির্বাচনী মাঠ থেকে সরিয়ে দিতে নানা ষড়যন্ত্র করছেন। এ ধরনের কোন কাজে আমি জড়িত নই বরং নৌকার প্রার্থী ও তার লোকজন আমাকে হুমকি দিচ্ছে। তিনি বলেন,আমি চাই একটি সুন্দর সুশৃংখল নির্বাচন। জনগণ যেন শান্তিপূর্নভাবে তাদের ভোট দিতে পারেন প্রশাসনের কাছে এটাই আমার প্রত্যাশা বলে তিনি জানান। স্থানীয় লোকজন ও বিভিন্ন সূত্রে জানা গেছে, সোমবার রাত দেড়টার দিকে দুইটি মোটরসাইকেলে যোগে ৫ জন দুর্বৃত্ত ১ মিনিটের মধ্যে নবগ্রাম ইউনিয়নের নৌকার প্রার্থী গাজী হাসান আল মেহেদী সুহাসের বেংরই ১ নং ওয়ার্ডের বাসিন্দা আলম দোকানদারের বাড়িতে অবস্থিত নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করে। এসময় তারা মুখোষ পড়া অবস্থায় ছিল বলে তাদের কে চিনতে পারেনি বলে স্থানীয়রা জানান। স্থানীয় বাসিন্দা মুদি দোকানদার রফিকুল আলম বলেন, সোমবার রাত দেড়টার দিকে দুটি মোটরসাইকেল নির্বাচনী ক্যাম্পের পাশে থামিয়ে ভাঙচুর করে চলে যান।আওয়াজ শুনে আমরা ঘটনাস্থলে ছুটে যাই। সেখানে পৌঁছানোর আগেই মোটরসাইকেলে করে পালিয়ে যায় অজ্ঞাত দুর্বৃত্তরা। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী গাজী হাসান আল মেহেদী বলেন, আমার প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ভোটের মাঠে টিকতে না পেরে নির্বাচন বানচাল করার চেষ্টা করছেন। ধারণা করছি, তারই অংশ হিসেবে তাদের লোকজন আমার নির্বাচনী ক্যাম্প ভাঙচুর করেছে। এ ঘটনায় থানায় অভিযোগ করবেন বলে জানান তিনি। মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকবর আলী খান জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন।এ বিষয়ে এখনো কেউ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

    বাংলাদেশ সময়: ১১:৫২ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ