• শিরোনাম

    মনোহরদীতে শিক্ষক হত্যা ও নির্যাতন সহ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

    কামরুল মনোহরদী প্রতিনিধি। রবিবার, ০৩ জুলাই ২০২২

    মনোহরদীতে শিক্ষক হত্যা ও নির্যাতন সহ প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষকদের মানববন্ধন-বিক্ষোভ সমাবেশ

    apps

    সারা দেশে শিক্ষক হত্যা ও নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ পালন করেছে বাংলাদেশ শিক্ষক সমিতি প্রাথমিক মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষক সমিতি মনোহরদী উপজেলা শাখা। রবিবার (৩ জুলাই) মনোহরদী উপজেলা পরিষদের সম্মুখে সকাল ১১ টায় বাংলাদেশ শিক্ষক সমিতি মনোহরদী উপজেলা জেলা শাখার আহবায়ক মনোহরদী কারিগরি কলেজের সহকারী অধ্যাপক মোঃ সাদেকুজ্জামান এর আহবানে মনোহরদী সরকারী কলেজের সাবেক অধ্যাপক মোঃ সাদেকউর রহমান এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন মনোহরদী সরকারি কলেজের শিক্ষক ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশিষ রায় উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সাবেক সহ সভাপতি কাজী মোঃ মহসিন , প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি জাকিয়া সুলতানা সাধারন সম্পাদক সারুয়ার আলম, উপজেলা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক (মাদ্রাসা) মোঃ আসাদুজ্জামান কামাল। মনোহরদী সরকারী কলেজের অধ্যাপক মোঃ আলতাফ হোসেন, মোঃ আবদুল লতিফ , মোঃ সাইফুল ইসলাম, মনোহরদী কারিগরি কলেজের সহ অধ্যাপক মোঃ কামাল হোসেন খিদিরপুর কলেজের আই সি টি প্রভাষক মোঃ আল আমিন সরদার আসমত আলী মহিলা ডিগ্রি কলেজের রসায়ন প্রভাষক মোঃ জহিরুল আলম ও কমলেশ বালা সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্টান এর শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন। মানববন্ধনে বক্তারা বলেন সারাদেশে শিক্ষক নির্যাতন ও সম্প্রতি এক শিক্ষককে হত্যার চিত্র তুলে ধরে শিক্ষক লাঞ্চিত ও হত্যাকারীদের দ্রুত বিচার ট্রাইবুনালে সর্বোচ্চ শাস্তির আওতায় আনার দাবী জানিয়ে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করা হয়। মানবন্ধনে সঞ্চালনায় ছিলেন আজকের মানববন্দনের আহবায়ক উপজেলা শাখার সাধারন সম্পাদক (স্কুল ও কলেজ) মোঃ সাদেকুজ্জামান। এ ছাড়া উপজেলার বিভিন্ন শিক্ষক নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।

    বাংলাদেশ সময়: ১:২০ অপরাহ্ণ | রবিবার, ০৩ জুলাই ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ