• শিরোনাম

    মনোহরদীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ছয়লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে

    ইসলাম ,মনোহরদী প্রতিনিধি মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

    মনোহরদীতে রাতের আঁধারে পুকুরে বিষ প্রয়োগ করে প্রায় ছয়লক্ষ টাকার মাছ নিধনের অভিযোগ পাওয়া গেছে

    apps
    পূর্ব শত্রুতার জেড়ে এ ঘটনা ঘটানো হয়েছে বলে দাবী খামার মালিকের। শুক্রবার দিবাগত রাতে উপজেলার কাচিকাঁটা ইউনিয়নের উত্তর কাচিকাঁটা গ্রামের মৎস্য চাষী মোক্তার হোসেনের পুকুরে এ ঘটনাটি ঘটেছে। এতে প্রায় পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন মৎস্যচাষি মোক্তার হোসেন। মোক্তার হোসেন জানান, দেড় বিঘা জমির একটি পুকুর লিজে নিয়ে মাছ চাষ শুরু করেন তিনি। পুকুরে আট মাস আগে বিভিন্ন জাতের মাছের পোণা ছাড়েন। কিছুদিনের মধ্যে মাছগুলো বিক্রি করার আশাও করছিলেন। কিন্তু শুক্রবার দিবাগত রাতে পুকুরে বিষ প্রয়োগ করে দুর্বৃত্তরা। শনিবার (১৬ জুলাই) সকালে পুকুরে মাছের খাবার দিতে গিয়ে দেখা যায় মাছগুলো মরে ভেসে উঠেছে। এতে করে তার প্রায় ছয় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। এ বিষয়ে মনোহরদী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো.ফরিদ উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছেন। অভিযোগ পেলে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

    বাংলাদেশ সময়: ১১:০২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৯ জুলাই ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ