• শিরোনাম

    মনোহরদীতে মুক্তিযুদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সার্টিফিকেট বিতরণ

    মনোহরদী (নরসিংদী)সংবাদদাতা সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    মনোহরদীতে মুক্তিযুদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সার্টিফিকেট বিতরণ

    apps

    ।নরসিংদীর মনোহরদীতে মুক্তিযোদ্ধাদের মাঝে স্মার্টকার্ড ও সার্টিফিকেট বিতরণ করা হয়েছে। মুক্তিযুদ্ধা বিষয়ক মন্ত্রণালয় কতৃক প্রস্তুতকৃত বীর মুক্তিযোদ্ধাদের ডিজিটাল সার্টিফিকেট ও স্মার্ট আইডি কার্ড বিতরণ অনুষ্ঠান আজ (২৬ সেপ্টেম্বর)সোমবার সকাল ১০টায় উপজেলা পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানের আয়োজন করেন মনোহরদী উপজেলা প্রশাসন। মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এ এস এম কাশেম অনুষ্ঠানের সভাপতিত্ব করেন। এ সময় মনোহরদী উপজেলার মুক্তিযোদ্বা সংসদের সাবেক কমান্ডার মো.মতিউর রহমান তারা এক বক্তব্যে বলেন,পদ্নাসেতুসহ এই সরকার প্রত্যেক সেক্টরে উন্নয়নের জুয়ার বয়ে দিয়েছেন। বঙ্গবন্ধু কন্য দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রীর শেখ হাসিনা একজন উন্নয়নের রাণী। প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাষ্ট্রীয়ভাবে মুক্তিযোদ্ধাদের অনেক সম্মান দিয়েছেন। তিনি আমাদের অভিভাবক। সে জন্য তিনি কৃতজ্ঞতাও জানান । কমান্ডার আরো বলেন মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা যতদিন শারীরিকভাবে সুস্থ থাকবেন ততদিন ক্ষমতায় থাকার আহবানও জানান তিনি । স্মার্ট কার্ড ও সার্টিফিকেট বিতরণের সময় উপজেলার সকল মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধাদের স্ত্রী ও সন্তানেরা উপস্থিত থেকে সনদ ও কার্ড গ্রহণ করেন। এ সময় ৩০৫ জন জীবিত ও ২৮৩ জন মৃত বীর মুক্তিযোদ্ধাদের মাঝে এসব কার্ড ও সনদ বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৭:১৪ অপরাহ্ণ | সোমবার, ২৬ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ