• শিরোনাম

    মনোহরদীতে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা।

    কামরুল ইসলাম ,মনোহরদী প্রতিনিধি মঙ্গলবার, ২৮ জুন ২০২২

    মনোহরদীতে পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ মিছিল ও শোভাযাত্রা।

    apps

    নরসিংদীর মনোহরদীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্নের পদ্মাসেতু উদ্বোধন উপলক্ষে র্যালি,আনন্দ মিছিল ও শোভাযাত্রা করেন। সোমবার(২৭ জুন) দুপুরে মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে র্যালি,আনন্দ মিছিল ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়। এ সময় মনোহরদী উপজেলা মুক্তিযুদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মতিউর রহমান তারার নেতৃত্বে মুক্তিযোদ্ধা সংসদ থেকে একটি আনন্দ মিছিল উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন উপজেলা চত্বরে এসে শেষ হয়। মিছিলে অংশগ্রহণ করেন মুক্তিযুদ্ধার স্ত্রী-সন্তান ও রাজনৈতিক নেতৃবৃন্দ। পরে সেখানে মনোহরদী উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. মতিউর রহমান তারার সভাপতিত্বে বক্তব্য রাখেন,মুক্তিযোদ্ধা মো.সিদ্দিক হোসেন,আ.রশিদ,কফিল উদ্দিন ভূইয়া,উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু প্রিয়াশীষ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান আফরোজা সুলতানা রুবি ও মনোহরদীর মুক্তিযোদ্বা সন্তান কমান্ডার মো. রমজান আলী প্রমুখ। উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো.মতিউর রহমান তারা বক্তব্যে বলেন,বঙ্গবন্ধু যে সোনার বাংলা স্বপ্ন দেখিয়ে স্বাধীনতার ডাক দিয়েছিলেন আজ সেই সোনার বাংলার সবচেয়ে বড় ফসল হলো পদ্মাসেতু। তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের মধ্যে সবচেয়ে বড় অর্জন হলো পদ্মাসেতু। পদ্মাসেতু নির্মানে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে মনোহরদী উপজেলা মুক্তিযুদ্ধা সংসদ ও মনোহরদী বাসীর পক্ষ থেকে কৃতজ্ঞতা জানান সাবেক কমান্ডার মো.মতিউর রহমান তারা।#####

    বাংলাদেশ সময়: ১০:৫৩ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ২৮ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ