• শিরোনাম

    ভোট কেন্দ্রে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা সোনারগাঁওয়ে ৮টি ইউনিয়ন পরিষদের আজ ভোট গ্রহন

    এস,এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) প্রতিনিধি: শনিবার, ২৭ নভেম্বর ২০২১

    ভোট কেন্দ্রে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা সোনারগাঁওয়ে ৮টি ইউনিয়ন পরিষদের আজ ভোট গ্রহন

    ভোট কেন্দ্রে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা সোনারগাঁওয়ে ৮টি ইউনিয়ন পরিষদের আজ ভোট গ্রহন

    apps
    নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় আসন্ন অনুষ্ঠিতব্য ৩য় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনের আজ রবিবার ৮টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মেম্বাদের নির্বাচিত করতে ভোট গ্রহন শুরু হবে। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলবে। সোনারগাঁও উপজেলার জেলা প্রশাসনের পক্ষ থেকে ৮টি ইউনিয়নবাসীকে অবাধ নিরপেক্ষ সুষ্ঠু নির্বাচন উপহার দিতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের ব্যাপকভাবে প্রস্তুতি নিয়েছেন। এছাড়াও ১২জন নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে মোতায়েত থাকবে স্ট্রাইকিং ফোর্স হিসেবেখ্যাত র‌্যাব, বিজিবি, গোয়েন্দা পুলিশ ও জেলা থেকে অতিরিক্ত পুলিশ। সার্বক্ষনিক ভোট কেন্দ্র গুলোতে অবাঞ্ছিত ঘটনা যাতে না ঘটতে পারে সে লক্ষ্যে টহলরত অবস্থায় দায়িত্বে থাকবে তারা। এবার সোনারগাঁও উপজেলায় ৮টি ইউনিয়ন পরিষদে অনুষ্ঠিতব্য নির্বাচনে পিরোজপুর ইউনিয়নে ইঞ্জিনিয়ার মাসুদুর রহমান মাসুম, কাঁচপুর ইউনিয়নে মোশাররফ হোসেন, সনমান্দি ইউনিয়নে জাহিদ হাসান জিন্নাহ ও বারদি ইউনিয়নে মাহাবুবুর রহমান লায়ন বাবুলসহ ৪টি ইউনিয়নে আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিকে বিনা প্রতিদ্বন্ধীতায় বেসকারীভাবে নির্বাচিত হয়েছেন। তবে শম্ভুপুরা ইউনিয়নে মোঃ নাছির উদ্দিন, নোয়াগাঁও ইউনিয়নে আব্দুল বাতেন ও সাদিপুর ইউনিয়নে আব্দুর রশিদ মোল্লাসহ ৪টি ইউনিয়ন পরিষদের তারা আওয়ামীলীগের মনোনীত প্রার্থী নৌকা প্রতিক পেয়েও ভোট লড়াই করতে হবে তাদের। এই ৪টি ইউনিয়ন পরিষদে মোট ১৭জন প্রার্থী চেয়ারম্যান পদে নৌকা প্রতিকসহ বিভিন্ন প্রতিকে ভোট লড়াই করবে আজ রবিবার। এছাড়াও ৮টি ইউনিয়নের মোট ৭২টি ওয়ার্ডে মেম্বার পদে ভোট লড়াই করবেন ২৯২জন (পুরুষ) প্রার্থী এবং মহিলা সংরক্ষিত ২৪টি আসনে ৮০জন (নারী) প্রার্থী ভোট লড়াই করবেন। এরমধ্যে শম্ভুপুরা ইউনিয়নের ১,২,৩ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা আসনে নুরতাজ বেগম, সনমান্দি ৬নং ওয়ার্ডে নুরুল হক এবং সাদিপুর ৭নং ওয়ার্ডে আল আমিন এর সঙ্গে কোন প্রতিদ্বন্ধী প্রার্থী না থাকায় তারা বিনা প্রতিদ্বন্ধীতায় নির্বাচিত হয়েছেন। এদিকে সোনারগাঁও উপজেলা প্রশাসন থেকে সোনারগাঁওয়ের ৮টি ইউনিয়নের ১১৬টি ভোট কেন্দ্রে ভোট গ্রহনের প্রস্তুতি সম্পূর্ণ করেছে।  তবে এবার সোনারগাঁওয়ের ৮টি ইউনিয়নের ১১৬টি ভোট কেন্দ্রের মধ্যে কোন ভোট কেন্দ্রকেই আলাদাভাবে ঝুকিপূর্ণ হিসেবে ঘোষনা করেননি সোনারগাঁও উপজেলা প্রশাসন।
    এদিকে সোনারগাঁওয়ের ৮টি ইউনিয়নের ১১৬টি ভোট কেন্দ্রের মধ্যে বেশীর ভাগই ভোট কেন্দ্রকেই চেয়ারম্যান ও মেম্বার পদপ্রার্থীরা ঝুকিপূর্ণ হিসেবে স্থানীয় গণমাধ্যম কর্মীদের কাছে অভিযোগ করেন। বিশেষ করে জামপুর ইউনিয়ন, সাদিপুর ইউনিয়ন, নোয়াগাঁও ইউনিয়ন ও শম্ভূপুরা ইউনিয়নের ভোট কেন্দ্রগুলোতে চেয়ারম্যান ও মেম্বারদের প্রতিদ্বন্ধী প্রার্থীদের সঙ্গে ব্যাপক সংঘর্ষের আশঙ্কা রয়েছে। বিশেষ করে পিরোজপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের চেঙ্গাকান্দী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রটি ঝুকিপূর্ণ হওয়ার কারনে সাবেক তিনবারের সফল মেম্বার জনাব মোস্তফা মেম্বার প্রার্থী সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবি জানিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা, উপজেলা রিটার্নিং অফিসার ও সোনারগাঁও ভারপ্রাপ্ত কর্মকর্তা বরাবরে লিখিত অভিযোগ দায়ের করেছেন।

    বাংলাদেশ সময়: ২:২০ অপরাহ্ণ | শনিবার, ২৭ নভেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ