• শিরোনাম

    ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬২ টি ভূমিহীন,গৃহহীন পরিবার পেল আশ্রয়ণের ঘর

    মনিরুজ্জামান মনির,স্টাফ রিপোর্টারঃ বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

    ব্রাহ্মণবাড়িয়ায় ৬৬২ টি ভূমিহীন,গৃহহীন পরিবার পেল আশ্রয়ণের ঘর

    apps

    ব্রাহ্মণবাড়িয়ায় আশ্রয়ণ প্রকল্পের ঘর পেয়েছে ৬৬২ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। ২২ মার্চ বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে জেলার ৯ উপজেলার ৭ উপজেলায় এসব ঘর বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন। তৃতীয় ও ৪র্থ পর্যায়ে জেলা সদরে ১০৫ টি, বাঞ্ছারামপুরে ১২৬ টি, নবীনগরে ১০০ টি, আখাউড়ায় ৮ টি, সরাইলে ৪৯ টি, আশুগঞ্জে ২০ টি এবং নাসিরনগরে ২৫৪ টি ঘর উদ্বোধন করা হয়।
    এ উপলক্ষে শহরের সুর সম্রাট দি আলাউদ্দীন সঙ্গীতাঙ্গনে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ডক্টর মোঃ আমিনুর রহমান, জেলা প্রশাসক মোঃ শাহগীর আলম, জেলা পরিষদ চেয়ারম্যান আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম শেখ, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা প্রমূখ। পরে অতিথিবৃন্দ বেদে সম্প্রদায়সহ বিভিন্ন শ্রেণী পেশার উপকার ভোগীদের মাঝে আশ্রয়ণের ঘরের চাবি হস্তান্তর করেন।
    প্রসঙ্গত, ব্রাহ্মণবাড়িয়া জেলায় এখন পর্যন্ত মোট ৬ হাজার ২ টি ঘরের বরাদ্দ আসে। এর মধ্যে ৫ হাজার ৭ শ ঘর করা হয়েছে।

    বাংলাদেশ সময়: ১২:০২ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ