• শিরোনাম

    বেলাব থানা সমিতির ঈদ পূনর্মিলনী উদযাপন-২৩ইং কমিটি আহ্বায়ক জনাব বেনজীর আহমেদ,সদস্য সচিব ডা. মোঃ সোহরাব হোসেন তমাল

    জেলা প্রতিনিধি নরসিংদী রবিবার, ০৫ মার্চ ২০২৩

    বেলাব থানা সমিতির ঈদ পূনর্মিলনী উদযাপন-২৩ইং কমিটি  আহ্বায়ক জনাব বেনজীর আহমেদ,সদস্য সচিব ডা. মোঃ সোহরাব হোসেন তমাল

    apps

    ১৯৮৪ সাল থেকে প্রতিষ্ঠিত ঢাকাস্থ বেলাব থানাবাসীর একটি ঐতিহ্যবাহী সংগঠন বেলাব থানা সমিতি।
    গতকাল ঢাকার পুষ্পদাম রেস্টুরেন্টের হল রুমে বেলাব থানা সমিতির আহ্বায়ক কমিটির একটি গুরুত্বপূর্ন সভা অনুষ্ঠিত হয়।
    উক্ত সভায় বেলাব থানা সমিতির পূনরায় গৌরবময় প্রানসঞ্চার করার লক্ষে বিভিন্ন প্রস্তাব করা হয়।

    সর্বশেষ সকলের সর্বসম্মতির ভিক্তিতে পবিত্র রমজান ঈদ পরবর্তী বেলাব থানা সমিতির একটি ঈদ পূনর্মিলনী উদযাপনের সিদ্ধান্ত হয়।বেলাব থানা সমিতির সম্মানিত আহ্বায়ক জনাব নুরুজ্জামান খান বাচ্চু এবং সদস্য সচিব প্রকৌশলী জনাব খায়রুল বাকের সহ উপস্থিত বেলাব থানার গন্যমান্য ব্যক্তিবর্গ সাবেক সাধারন সম্পাদক জনাব মোঃ শাহজাহান,সাবেক অতিরিক্ত সচিব জনাব আবু বকর,ড.শাহজাহান এবং আহ্বায়ক সদস্যদের মধ্যে জনাব কামরুজ্জামান মুক্তার,বিআরটি এর সাবেক পরিচালক হাজী মোঃ সেলিম,দুদকে কর্মরত জনাব নজরুল ইসলাম,এডভোকেট শফিক,জনাব আমান উল্লাহ,জনাব জুয়েল দেলোয়ার,এডভোকেট গোলাম ফরহাদ,জনাব হারুন,জনাব জয়নাল,জনাব হিরন,জনাব আনোয়ার সহ সকলের সর্বসম্মতির মাধ্যমে বেলাব থানা সমিতির মিলনোৎসব উদযাপনের আহ্বায়ক কমিটি ঘোষনা করা হয়।

    আহ্বায়ক জনাব বেনজীর আহমেদ (অবসরপ্রাপ্ত মহাপরিচালক কৃষি সম্প্রসারন অধিদপ্তর) এবং সদস্য সচিব নরসিংদীর তরুন চিকৎসক সমাজের গর্ব ডা. মোঃ সোহরাব হোসেন তমাল।

    মিলনোৎসব উদযাপনের আহ্বায়ক বলেন ইনশাল্লাহ বেলাব থানা সমিতির এগিয়ে নিয়ে যাওয়ার লক্ষে আমি এবং আমরা সবাই সর্বদা সরাসরি থেকে প্রচেষ্টা চালিয়ে যাবো।

    সদস্য সচিব ডা. তমাল বলেন ইনশাল্লাহ এই মিলনোৎসব উদযাপনের মাধ্যমে অতীতের তিক্ততা ও ভেদাভেদ ভূলে ঢাকাস্থ বেলাব থানাবাসীদের মধ্যে একটা আন্তরিক ও ভ্রাতৃত্বের সম্পর্ক তৈরী হবে।জুনিয়র সিনিয়র সকলের সরব অংশগ্রহনের মাধ্যমে বেলাব থানা সমিতি আবার সুন্দর প্রানসঞ্চারের ধারায় এগিয়ে যাবে ইনশাল্লাহ।
    সবার সরব উপস্থিতি ও আন্তরিক সহযোগিতা চেয়েছেন।

    বাংলাদেশ সময়: ২:৪৭ অপরাহ্ণ | রবিবার, ০৫ মার্চ ২০২৩

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আজ বিজয়া দশমী

    ২৬ অক্টোবর ২০২০

    আর্কাইভ