• শিরোনাম

    বিপৎসীমার নিচে যমুনার পানি

    টি এম এ হাসান , সিরাজগঞ্জ: বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

    বিপৎসীমার নিচে যমুনার পানি

    apps

    যমুনা নদীর পানি কমে সিরাজগঞ্জ পয়েন্টে বিপৎসীমার ৯সেন্টিমিটার ও কাজিপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। যা গত ২৪ ঘণ্টায় কমেছে ২০ সেন্টিমিটার ও এখন পর্যন্ত কমেছে ৭৬ সেন্টিমিটার। যমুনায় পানি আরও কমবে বলে জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড (পাউবো)। এদিকে পানি কমার সঙ্গে সঙ্গে অভ্যন্তরীণ নদ-নদী ও চলনবিলের পানিও কমতে শুরু করেছে। কিন্তু নানান প্রকার পানি বাহিত রোগবালাই ও দুর্ভোগ বেড়েছে বন্যা কবলিতদের। তবে চাহিদা অনুযায়ী ত্রাণ বিতরণ অব্যাহত রয়েছে। বুধবার (৮ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টায় বিষয়টি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন ও সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম। সিরাজগঞ্জ পাউবোর উপসহকারী প্রকৌশলী জাকির হোসেন বলেন, গত কিছুদিন যমুনায় পানি বৃদ্ধি অব্যাহত ছিল। তবে গত ৫সেপ্টেম্বর থেকে যমুনা নদীর পানি কমতে শুরু করে। এখন পর্যন্ত ৭৬ সেন্টিমিটার পানি কমে সিরাজগঞ্জ পয়েন্টে বিপদসীমার ৯ ও কাজিপুর পয়েন্টে ৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তিনি আরও বলেন, বন্যা পূর্ভাবাস সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, যমুনা নদীর পানি আরও কমবে। অন্যদিকে সিরাজগঞ্জ জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা আব্দুর রহিম বলেন, ত্রাণ বিতরণে আমাদের কোনও গাফিলতি বা কমতি নাই। যেখানেই প্রয়োজন হচ্ছে আমরা সেখানেই ত্রাণ পৌঁছে দিচ্ছি। অপরদিকে সিরাজগঞ্জ স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, বন্যা পরবর্তী সময়ে বন্যা কবলিত এলাকার মানুষ জনের রোগ বালাই সম্পর্কে আমরা সচেতন আছি। প্রয়োজন অনুযায়ী সেসব এলাকায় চিকিৎসা ও ওষুধ পত্র দেয়া হচ্ছে। উল্লেখ্য, গত ১৪ আগস্ট থেকে শুরু করে গত ৪ সেপ্টেম্বর পর্যন্ত যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় জেলার নদীতীরবর্তী আরও কিছু নিম্নাঞ্চল ও চরাঞ্চল বন্যা কবলিত হয়ে পড়ে। এসব এলাকার বসতবাড়ি ও রাস্তাঘাটে পানি উঠায় বিপাকে পড়েছেন বন্যাদুর্গতরা। অনেকেই বাড়িঘর ছেড়ে উঁচু রাস্তা এবং স্কুল-মাদরাসার মাঠে খোলা আকাশের নিচে থাকছে। এরপর গত ৫সেপ্টেম্বর থেকে শুরু হয় যমুনায় পানি কমা। যমুনায় দুদিনের ব্যাবধানে কমলো ৭৬ সেন্টিমিটার পানি। ### টি এম এ হাসান সিরাজগঞ্জ

    বাংলাদেশ সময়: ১:২৪ অপরাহ্ণ | বুধবার, ০৮ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ