• শিরোনাম

    বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিউট এর উদ্যোগে কমিউনিটি পর্যায়ে মতবিনিময় সভা

    নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

    বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিউট এর উদ্যোগে কমিউনিটি পর্যায়ে মতবিনিময় সভা

    apps
      রাজশাহীর পবা উপজেলার নওহাটাতে বাংলাদেশে গনতন্ত্র শক্তিশালীকরণে তথ্য প্রযুক্তির ভুমিকা প্রকল্পের আওতায় কমিউনিটি পর্যায়ে সমাজের তরুনদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (৭ সেপ্টেম্বর) সকাল ১০টায় নওহাটাতে অবস্থিত শাহমুখদুম পলিটেকনিক ইনস্টিটিউটে বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিউট (বিইআই)’র আয়োজনে ন্যাশনাল এন্ডাওমেন্ট ফর ডেমোক্রেসি (এনইডি)’র সহযোগিতায় এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় আলোচনা করেন বাংলাদেশ এন্টারপ্রাইজ ইনিস্টিউট (বিইআই)’র সহকারী পরিচালক নিপা রাণী ও সিনিয়র গবেষণা কর্মকর্তা নুরুজ্জামান। এই সভার আয়োজক ছিলেন বিইআই এর প্রশিক্ষণপ্রাপ্ত শিক্ষার্থী নোশিন আরা রাফা ও ইবনে ফরিদ দুলাল। এসময় উপস্থিত ছিলেন দৈনিক নতুন প্রভাতের সম্পাদক সোহেল মাহবুব, দৈনিক সোনার দেশ প্রতিনিধি জাহিদ হাসান পলাশ, দৈনিক আমাদের রাজশাহী প্রতিনিধি ইউসুফ চৌধুরীসহ সাংবাদিক, শিক্ষার্থী ও বিইআই প্রতিনিধিবৃন্দ। উল্লেখ্য গনতন্র, বৈচিত্র্য, ডিজিটাল জগত, সোশ্যাল মিডিয়ায় কীভাবে অনলাইনে নিজেকে নিরাপদ রাখা যায় ইত্যাদি বিষয়ে সভায় আলোচনা করা হয়।

    বাংলাদেশ সময়: ১০:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০৮ সেপ্টেম্বর ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    শুভ জন্মদিন অনন্ত

    ০৯ সেপ্টেম্বর ২০২০

    দরপত্র বিজ্ঞপ্তি

    ০৫ নভেম্বর ২০২০

    আর্কাইভ