• শিরোনাম

    বন্যা পরিস্থিতির অবনতির বিষয় মাথায় রেখে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

     শারমিন আক্তার উপজেলা প্রতিনিধি জামালপুর মঙ্গলবার, ২১ জুন ২০২২

    বন্যা পরিস্থিতির অবনতির বিষয় মাথায় রেখে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত

    apps

    জামালপুরের মেলান্দহ উপজেলায় উপজেলা পরিষদের আয়োজনে আজ মঙ্গলবার সকালে প্রতি মাসের ন্যায় মাসিক সভা অনুষ্ঠিত হয়।আজকের মাসিক সভায় বন্যা পরিস্থিতির অবনতির বিষয় টি মাথায় রেখে পূর্ব প্রস্তুতিমূলক আলোচনা হয়। জামালপুর জেলার মেলান্দহ উপজেলা একটি অন্যতম উপজেলা।এই উপজেলায় আলহাজ্ব মির্জা আজম এমপি মহোদয়ের দিকনির্দেশনায় ও উপজেলা চেয়ারম্যানের নেতৃত্বে জনসাধারণের প্রতি সার্বক্ষণিক যোগাযোগ ব্যবস্থা ও স্বদয় দৃষ্টি অব্যাহত। আজকের সভার মূল আলোচ্য বিষয় ছিলো বন্যা পরিস্থিতির অবনতি সম্পর্কে। ইতোমধ্যেই মেলান্দহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন বন্যা কবলিত হয়ে পড়েছে। অনেক মানুষ পানিবন্দি,ঘর বন্দি অবস্থায় পড়ে গেছেন।বন্যা কবলিত এলাকা বা বন্যায় প্লাবিত হবে এমন আশঙ্কা জনক এলাকার মানুষের পাশে কিভাবে উপজেলার সুযোগ্য চেয়ারম্যান এবং উপজেলার বিভিন্ন দপ্তরের সরকারি কর্মকর্তা বৃন্দ যার যার অবস্থান থেকে কিভাবে জনসাধারণের বিপদের মূহুর্তে পাশে থাকবেন সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। উক্ত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা চেয়ারম্যান জানান,তার উপজেলা পরিষদ কর্তৃক যথেষ্ট বন্যা পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুতি নেওয়া আছে,এর পরেও যদি কোনো ঘাটতি হয়ে যায় সেটা সবার সমন্বয়ের মধ্য দিয়ে মোকাবেলা করা হবে। উপজেলা পরিষদ কর্তৃক বন্যা কবলিত এলাকা পরিদর্শন এবং ত্রান সামগ্রী বিতরণের লক্ষ্যমাত্রা যেনো সঠিক থাকে সেই জন্য পূর্বের নৌকা (সেলো) থাকার পরেও এ বছর নতুন আরেক টি নৌকা সংযোজন করা হয়েছে। বন্যা কবলিত এলাকা উপজেলা কতৃক সর্বোচ্চ সহযোগিতা পাবেন বলে তিনি জানান। উক্ত আলোচনা সভায় মেলান্দহ উপজেলার অন্তর্গত উপজেলা আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক উপস্থিত ছিলেন। এছাড়াও প্রতিটি ইউনিয়নের চেয়ারম্যান গণ সহ উপজেলার বিভিন্ন দপ্তরের সকল সরকারি কর্মকর্তা বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম মিঞা।

    বাংলাদেশ সময়: ৯:৪০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ