পিসি দাস, দিনাজপুর প্রতিনিধি: | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
৫২৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন বড় পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র।দেশের একমাত্র কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র দিনাজপুরের পার্বতীপুরের বড়পুকুরিয়ায় অবস্থিত তিনটি ইউনিটের মধ্যে দীর্ঘদিন ধরে ২৫০ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন দুইটি ইউনিট বন্ধ ছিল।গত ৯সেপ্টেম্বর(সোমবার)রাত্রে ২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন তৃতীয় ইউনিটটি বন্ধ হয়ে গেলে চরম ভোগান্তিতে পড়েন দিনাজপুর সহ উত্তরাঞ্চলের মানুষ।
২৭৫ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন ইউনিটটি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ হয়ে যায় বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।যেখান থেকে ১৯০থেকে ২০০ মেগাওয়াট বিদ্যুৎ জাতীয় গ্রিডে সরবরাহ করা হতো।
চুক্তি মোতাবেক চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান হারভীন কোম্পানি যান্ত্রিক ত্রুটিগুলো দেখভালের কথা থাকলেও তারা সেগুলো ঠিকমতো দেখাশোনা করেননি বলে অভিযোগ করেছেন কর্তৃপক্ষ।
এদিকে নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক সূত্রে জানা গেছে, গাফলাতি রয়েছে তাপ বিদ্যুৎ কর্তৃপক্ষের উচ্চপদস্থ কর্মকর্তা-কর্মচারীদের।
বিষয়টি খতিয়ে দেখে দ্রুত উৎপাদন চালুর দাবী জানিয়েছেন এলাকাবাসী।
এ বিষয়ে তাপবিদ্যুৎ প্রকল্পের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিকের সঙ্গে একাধিকবার মুঠোফোনে যোগাযোগ করার চেষ্টা করা হলে তিনি মুঠোফোন রিসিভ করেননি।
Posted ৭:২৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।