• শিরোনাম

    পুলিশ কনস্টেবল নিয়গে “চাকরি নয়, সেবা” প্রতিপাদ্য নিয়ে পাবনায় প্রচার অভিযান

    জামিল হোসেন পাবনা প্রতিনিধি : সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

    পুলিশ কনস্টেবল নিয়গে “চাকরি নয়, সেবা” প্রতিপাদ্য নিয়ে পাবনায় প্রচার অভিযান

    পুলিশ কনস্টেবল নিয়গে “চাকরি নয়, সেবা” প্রতিপাদ্য নিয়ে পাবনায় প্রচার অভিযান

    apps

    “চাকরি নয়, সেবা” এই প্রতিপাদ্যকে ধারন করে বাংলাদেশ পুলিশ বাহীনিতে নতুন সদস্য নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। এরই অংশ হিসাবে পাবনা জেলা পুলিশের দায়িত্বরত কর্মকর্তাগণ নিজেদর ফেসবুক পেজ ও স্যোসাল মিডিয়াতে চালাচ্ছেন প্রচার প্রচারনা। জেলার তরুন, মেধাবী, সাহসী, সৎ, যোগ্য প্রার্থীদের উৎসাহিত করতে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ন স্থানে ভিডিও চিত্রের মাধ্যমে দেখানো হচ্ছে বাংলাদেশ পুলিশের নিয়োগ সংক্রান্ত বিভিন্ন তথ্যচিত্র। পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম খান বিপিএম এর নির্দেশে শনিবার (১১ সেপ্টম্বর) সন্ধ্যায় শহরের আব্দুল হামিদ সড়কের লতিফ টাওয়ারর সম্মুখে এই প্রচার অভিযানের কার্যক্রম শুরু করেন অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আখতার। এ সময় উপস্থিত ছিলেন পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আমিনুল ইসলামসহ জেলা পুলিশের দায়িত্বরত অন্যান্য সদস্যগণ। পুলিশ নিয়োগ বিষয়ে পুলিশ সুপার মহিবুল ইসলাম বলেন, সৎ, সাহসী, দেশের জন্য যে কোন চ্যালেঞ্জ গ্রহণে সক্ষম, যদি আপনার উত্তর হ্যা হয় তবে আপনাকেই খুঁজছে বাংলাদেশ পুলিশ। সম্পর্ণ মেধা যোগ্যতা ও সচ্ছতার ভিত্তিতে নতুন নিয়মে এবারে বাংলাদেশ পুলিশে সদস্য পদে নিয়োগ দেওয়া হবে। এবারে পুলিশ সদস্য নিয়োগে কোন ধরনরে অনিয়ম অসচ্ছতার কোন সুযোগ নেই। চাকরি পাওয়ার ক্ষেত্রে কারো সাথে যোগাযোগ করে লাভ হবেনা। আমরা যোগ্য প্রার্থী বেছেই নিয়োগ দিতে চাই। ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ বাংলাদেশ ড. বেনজীর আহমেদ (আইজিপি) বিপিএম (বার) পুলিশ নিয়োগ সংক্রান্ত আমাদের নির্দেশনা দিয়েছেন। বঙ্গবন্ধুর সোনার বাংলাদেশ গড়ার প্রত্যয়ে প্রধান মন্ত্রী শেখ হাসিনার নির্দেশনায় আধুনিক বিশে^র সাথে তাল মিলিয়ে ২০২৫ সালের মধ্যে মধ্যম আয়ের দেশ হিসাবে বাংলাদেশে আধুনিক পুলিশ সেবা দেয়ার জন্য নতুন নিয়মে নতুন ভাবে এই নিয়োগ কার্যক্রম করা হচ্ছে। এই নিয়োগ পদ্ধতিতে একজন প্রার্থী সাত ধাপ অতিক্রম করে তবে নিয়োগ পাবেন। অনলাইনে মাধ্যমে প্রত্যেক আগ্রহী প্রার্থীকে আবেদন করতে হবে। সেই আবেদন যাচাই বাছাই করে নিয়োগ কার্যক্রম এগিয়ে যাবে। প্রতিটি প্রার্থীর আবেদন পত্র ওয়েব পেজের মাধ্য যাচাই বাছাই করা হবে। কোন ধরনের অসত্য তথ্য পাওয়া গেলে নিয়োগ কার্যক্রমের যেকোন পর্যায়ে সেটি বাতিল বলে গন্য হবে। বাছাই শেষে যোগ্য প্রার্থীদের তার মোবাইল নাম্বারে পাসওয়ার্ড সম্বলিত একটি (এসএমএস) পাঠানো হবে। চলতি মাসের ১০ সেপ্টেম্বর থেকে এই আবেদেনের কার্যক্রম শুরু হয়ে চলবে আগামী মাসের ৭ অক্টোবর পর্যন্ত। পাবনা অঞ্চলের জেলা পুলিশ লাইনস মাঠে আগামী ১২ থেকে ১৪ নভেম্বর পর্যন্ত হবে শারীরিক মাপ ও শারীরিক পরীক্ষা। ১৫ নভেম্বর লিখিত ও ২২ নভেম্বর মনস্তাত্তি¡ক ও মৌখিক পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা বিস্তারিত জানতে www.police.gov.bd এই ওয়েব সাইটে গিয়ে বিস্তারিত তথ্য জানতে পারবেন।

    বাংলাদেশ সময়: ৫:২৫ অপরাহ্ণ | সোমবার, ১৩ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ