• শিরোনাম

    পাবনার সাঁথিয়ায় বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

    জামিল হোসেন পাবনা প্রতিনিধি : রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

    পাবনার সাঁথিয়ায় বাংলার প্রাচীন ঐতিহ্য নৌকা বাইচ অনুষ্ঠিত

    apps

    নদীতে নৌকা বাইচ গ্রাম বাংলার প্রাচীন ঐতিহ্য। বাংলাদেশ নদী মাতৃক দেশ। বর্ষায় খাল বিল নদী নালায় পানিতে টৈইটম্বুর। এ সময়েই গ্রাম অঞ্চলের স্থানীয়রা নৌকা বাইচের আয়োজন করে থাকেন। শনিবার (১৮ সেপ্টেম্বর) বিকেল ৪ টায় পাবনার সাঁথিয়া পৌরসভার উদ্যোগে ঐতিহ্যবাহী ইছামতি নদীতে নৌকা বাইচ অনুষ্ঠিত হয়। সাঁথিয়ার পৌর মেয়র মাহবুবুল আলম বাচ্চু সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি স্বরাষ্ট্র মন্ত্রনালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ্যাড. শামসুল হক টুকু এমপি প্রতিযোগিতার শুভ উদ্বোধন করেন। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা নিবার্হী কর্মকর্তা এসএম জামাল আহম্মেদ, বাংলাদেশ আওয়ামী যুবলীগের কার্যনিবার্হী সদস্য এ্যাড, আশিফ শামস্ রঞ্জন, সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামানিক, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক তপন হায়দার সান, পৌর আ’লীগের সভাপতি আবুল কাশেম, উপজেলা যুবলীগের সভাপতি আশরাফুজ্জামান টুটুলসহ আ’লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মী ও সুধীজন। উদ্বোধনী দিনে প্রতিযোগিতায় বাংলার রকেট, বিজয় বাংলা, সৈয়দপুর এক্সপ্রেস, শেরে বাংলা ভিটাপাগা, মায়ের দোয়া আফড়া, সলঙ্গী এক্সপ্রেস সলঙ্গী, ইছামতি এক্সপ্রেস কালাইচাড়া, বাগচি চ্যারেঞ্জারস, হুইখালী এক্সপ্রেস, সরদার এক্সপ্রেস হেঙ্গুয়া, ভাই ভাই এক্সপ্রেস অংশ নেন। নৌকা বাইচ দেখার জন্য দুপুর থেকে ইছামতি নদীর দু’পাড়ে হাজার হাজার মানুষ ভিড় জমায়।

    বাংলাদেশ সময়: ১২:২২ অপরাহ্ণ | রবিবার, ১৯ সেপ্টেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ