• শিরোনাম

    পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    নিজস্ব প্রতিবেদক: রবিবার, ০৮ মে ২০২২

    পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

    apps

    রাজশাহীর পবায় বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মে) বিকেলে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে উপজেলা পরিষদ মিলনায়তনে বিশ্ব মা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ওয়াজেদ আলী খাঁন। পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি শিক্ষক নূর-ই-হাফিজা খানম এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শিমুল বিল্লাহ সুলতানা। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা সিনিয়র পল্লী দারিদ্র্য বিমোচন কর্মকর্তা আবু বক্কার সিদ্দিক, পল্লী সঞ্চয় ব্যাংক শাখা ব্যবস্থাপক শাহানাজ পারভীন, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএন জহুরুল ইসলাম, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জোবাইদা খানম, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নজরুল ইসলাম, পবা উপজেলা কিশোর কিশোরী ক্লাব সংগীত শিক্ষক আসলাম আলী, রিমন, মনোয়ারা পারভীন, পবা উপজেলা আবৃত্তি শিক্ষক সাজু আহম্মেদ। এছাড়াও আলোচনা সভায় আরোও উপস্থিত ছিলেন উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারী, উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তর কর্তৃক পরিচালিত বিভিন্ন কিশোর কিশোরী ক্লাবের আবৃত্তি ও সংগীত শিক্ষক এবং ছাত্র ছাত্রীসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আমন্ত্রিত অতিথিবৃন্দ ও বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দসহ মহিলা বিষয়ক অধিদপ্তরের কর্মকর্তা ও কর্মচারীসহ প্রমুখ। উপস্থিত অতিথি বৃন্দ আলোচনা সভায় বিশ্ব মা দিবসের উপর গুরুত্বপূর্ণ আলোচনা করেন। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, মা মানে মমতা, মা মানে ক্ষমতা, মা মানে নিরাপত্তা, মা মানে স্বাধীনতা। সন্তানের জন্য গর্ভধারিণী মাকে ভালোবাসার কোনো বিশেষ দিন নয়। আজকের মা দিবসে এই প্রতিজ্ঞা করি প্রতিটি মুহুর্তে মাকে যেন আমরা কোন ভাবে কষ্ট না দিই। সবসময় তাদের সেবা যত্ন করি ভালবাসি। তিনি আরো বলেন ছেলে ও মেয়ের নিজের মা ও বাবা এবং শাশুড়ী মা ও শশুর বাবার প্রতিও সকলের দায়িত্ব আছে। কোন অবস্থায় যেন অবহেলা না করে কোন আশ্রয় কেন্দ্রে না পাঠায়। বিশ্বজুড়ে প্রতিটি সন্তান প্রতিদিনের মতোই মাকে একই ভাবে ভালোবাসবে প্রত্যাশা।

    বাংলাদেশ সময়: ৬:৪১ অপরাহ্ণ | রবিবার, ০৮ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ