• শিরোনাম

    পবায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

    নিজস্ব প্রতিবেদক বুধবার, ২৭ এপ্রিল ২০২২

    পবায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

    পবায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালী ও আলোচনা সভা

    apps

    “বিনা খরচে নিন আইন সহায়তা, শেখ হাসিনার সরকার দিচ্ছে এই নিশ্চয়তা” এই প্রতিপাদ্যে রাজশাহীর পবায় জাতীয় আইন সহায়তা দিবস উপলক্ষে বর্ণাঢ্য র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৭ এপ্রিল) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা লিগ্যাল এইড কমিটি এর আয়োজনে ও জেলা লিগ্যাল এইড কমিটি, রাজশাহী জাতীয় আইনগত সহায়তা প্রদান সংস্থা, আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় ও সচেতন সোসাইটি এর যৌথ আয়োজনে এবং ডেমোক্রেসি ইন্টারন্যাশনাল এর বাস্তবায়নে ইউএসএআইডি’র প্রমোটিং পিস এন্ড জাস্টিস এ্যাকটিভিটি এর অর্থায়নে জাতীয় আইন সহায়তা দিবস পালিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা বলেন, আইন সবার জন্য সমান, কেই যেন অন্যায়ের শিকার না হয়। এখানে সবাই যেন আইনের সহায়তা পায়। সভায় স্বাগত বক্তব্য রাখেন লিগ্যাল এইড কমিটির উপজেলা কো-অর্ডিনেটর মোসা. রেহেনা খাতুন। এ সময় আরো উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার বিপুল কুমার মালাকার, উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মো. আসাদুজ্জামান, উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা এমএনএম জহুরুল ইসলাম, উপজেলা শিক্ষা অফিসার রফিকুল ইসলাম, বিআরডিবি কর্মকর্তা মোসা. শামসুন্নাহার, উপ-সহকারী উপজেলা পাট উন্নয়ন কর্মকর্তা গোলাম মোস্তফা, উপজেলা নির্বাহী অফিসের অফিস সুপার আব্দুল মান্নান মিজিসহ উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নারী ও পুরুষ, সাংবাদিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি এবং উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ।

    বাংলাদেশ সময়: ৬:৫৭ অপরাহ্ণ | বুধবার, ২৭ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ