• শিরোনাম

    পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

     নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

    পবায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন

    apps

    কৃষি সমৃদ্ধি এই স্লোগানকে সামনে রেখে রাজশাহীর পবায় ২০২১-২০২২ অর্থ বছরে খরিপ-১/ ২০২২-২৩ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ এপ্রিল) সকালে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মধ্যে বিনামূল্যে উফশি আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণের উদ্বোধন করা হয়। উপজেলা নির্বাহী অফিসার লসমী চাকমা এঁর সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান মোসাঃ আরজিয়া বেগম ও মো. ওয়াজেদ আলী খাঁন। অতিরিক্ত কৃষি অফিসার মরিয়ম আহমেদ এর সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শফিকুল ইসলাম। এ সময় আরো উপস্থিত ছিলেন বিভিন্ন ইউনিয়ন থেকে আগত প্রান্তিক কৃষক, সাংবাদিক, উপজেলা কৃষি অধিদপ্তরের বিভিন্ন ব্লকের মাঠ কর্মকর্তাসহ উপজেলা প্রশাসনিক বিভিন্ন দপ্তরের কর্মকর্তা বৃন্দ। উল্লেখ্য এ সময় উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৭শত জন প্রান্তিক কৃষকের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ করা হয়। জন প্রতি কৃষককে উফশি আউশ জাতের ধান ৫ কেজি, ডিএপি সার ২০ কেজি ও এমওপি সার ১০ কেজি হারে বিতরণ করা হয়।

    বাংলাদেশ সময়: ৩:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৮ এপ্রিল ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ