• শিরোনাম

    পবায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ জনসচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত

     নিজস্ব প্রতিবেদক: বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

    পবায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ জনসচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত

    পবায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ জনসচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত

    apps

    রাজশাহীর পবায় আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্প এর আওতায় জনসচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ মে) পবা উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারী হাসপাতাল এর আয়োজনে আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্প ঢাকা প্রানীসম্পদ অধিদপ্তরের বাস্তবায়নে জনসচেতনতা মুলক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে উপজেলা প্রাণিসম্পদ অফিসার মো. মনিরুল ইসলাম এঁর সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মো. ওয়াজেদ আলী খাঁন। এ সময় উপস্থিত ছিলেন এলইও, এলডিডিপি অফিসার ডা. মো. মহরম হোসেন। উল্লেখ্য দিনব্যাপী এই জনসচেতনতা মুলক সেমিনারে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৫০ জন খামারী অংশগ্রহণ করেন। জনসচেতনতা মুলক সেমিনারে পবা উপজেলা প্রাণিসম্পদ অফিসার মনিরুল ইসলাম বলেন, আধুনিক প্রযুক্তিতে গরু হৃষ্ট-পুষ্টকরণ প্রকল্পের আওতায় সারাদেশে একযোগে এই প্রশিক্ষণ কর্মসূচি চলছে। এই প্রকল্পের আওতায় প্রশিক্ষণের মাধ্যমে গরু হৃষ্ট-পুষ্ট করে দেশে মাংসের চাহিদা ও যোগান ঠিক মতো পুরুন করতে একযোগে কাজ করছে। আমরা ইতিমধ্যে ডিমে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি এবং ঘোষনা দিয়েছি। মাংসে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করলেও এখনো ঘোঘনা দেওয়া হয়নি তবে অচিরেই ঘোষণা দেওয়া হবে। ইতিমধ্যে মাংসের উদপাদন বৃদ্ধি পেয়েছে এই উদপাদন ধরে রাখতে সরকার এই প্রকল্প হাতে নিয়েছে। আমরা যে কোন সময় বলে দিব যে আমরা মাংসেও স্বয়ংসম্পূর্ণ। আর দুধে আমরা স্বয়ংসম্পূর্ণতা অর্জন করতে পারিনাই কারণ এখানে আমাদের যথেষ্ট ঘাটতি রয়েছে। এই প্রকল্পের মাধ্যমে ঘাটতি পূরণের লক্ষ্যে সরকার সারাদেশে একযোগে কাজ চালাচ্ছে। খুব শীঘ্রই আমরা দুধেও স্বয়ংসম্পূর্ণতা অর্জন করবো। এই অর্জন ধরে রাখতে হলে আমাদের উদপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করতে হবে, সাথে সাথে খামার বৃদ্ধি করতে হবে, খাবার উন্নত করতে হবে। উন্নত জাতের গরু পালন করতে হবে। উন্নত জাতের ঘাস চাষ করতে হবে। ব্যবস্থাপনা উন্নত করতে হবে। প্রাণিসম্পদ কর্মকর্তার পরামর্শ নিয়ে খামার পরিচালনা করতে হবে। পাশাপাশি অনেক সময় দুধ বাচ্চারা সরাসরি খেতে চাই না তাই দুধের তৈরি যে কোনো প্রোডাক্ট খেতে পছন্দ করে এদিকে সরকার নজর দিয়েছে। তাই আমাদের উদপাদন ও উৎপাদনশীলতা বৃদ্ধি করে ভ্যালু এডের মাধ্যমে এর ব্যবহার যদি আমরা বাড়াতে পারি তাহলে অদুর ভবিষ্যতে সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত এবং মানসম্মত প্রণিজ আমিষের সরবরাহ আমরা দিতে পারবো। একি সাথে আমরা বিদেশের মার্কেটে ডিম ও মাংসের চাহিদা বা অর্ডার রয়েছে তা আমরা সরবরাহ করতে পারবো। সে জন্য খামার বৃদ্ধি ছাড়া এর বিকল্প নাই। তাই আপনাদেরকে উপজেলা প্রাণিসম্পদ অফিসার হিসেবে খামার করতে উদ্বুদ্ধ করছি। সবার কাছে এই মেসেজ ছড়িয়ে দিতে হবে যেন আমরা কৃষি ভিত্তিক অর্থনীতি মজবুজ হয় এজন্য আমাদেরকে এগিয়ে আসতে হবে।

    বাংলাদেশ সময়: ৬:১৬ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মে ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ