• শিরোনাম

    পবায় অপরাজিতা’র উদ্যোগে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা

    ইউসুফ চৌধুরী-রাজশাহী প্রতিনিধিঃ বুধবার, ২৪ নভেম্বর ২০২১

    পবায় অপরাজিতা’র উদ্যোগে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা

    apps

    অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন, নারীর অধিকার এবং অংশগ্রহণ বিষয়ে সরকারি সেবা প্রদানকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৩ নভেম্বর) সকাল ১০টায় পবা উপজেলা পরিষদ সভাকক্ষে অপরাজিতা নারীর রাজনৈতিক ক্ষমতায়ন প্রকল্পের উদ্যোগে নারী সংগঠনের নেতৃবৃন্দ, নারী জনপ্রতিনিধি ও সরকারি সেবা প্রদানকারীদের সাথে এ মতবিনিময় সভার আয়োজন করা হয়। পবা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান (মহিলা) মোসাঃ আরজিয়া বেগম সভাপতিত্বে ও অপরাজিতা সিসিবিসি শাহিনা লাইজুর সঞ্চালনায় মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পবা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লসমী চাকমা। সভায় তিনি বলেন, নারীরা দেশের সকল স্থানে সুনামের সহিত কাজ করছে। দেশের উন্নয়নে নারীদেরকে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে।আপনাদের যে বিষয়ে কাজ করতে আগ্রহী, সে বিষয়ের উপর পরামর্শ প্রশিক্ষণসহ সব ধরণের সহযোগিতা করবে উপজেলা প্রশাসনের সকল দপ্তর।আপনাদের সেবায় আমার অফিস সবসময় উন্মুক্ত। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ওয়াজেদ আলী খাঁন, উপজেলা কৃষি অফিসার মোঃ শফিকুল ইসলাম, যুব উন্নয়ন কর্মকর্তা এমএমএন জহুরুল ইসলামসহ বিভিন্ন কর্মকতা ও কর্মচারীবৃন্দ।এছাড়াও আরও উপস্থিত ছিলেন পবা উপজেলা শাখার সম্বন্বয়কারী সেলিম রেজা ও বিভিন্ন ইউনিয়নের নারী সংগঠনের সদস্যবৃন্দ।

    বাংলাদেশ সময়: ১১:৪৮ পূর্বাহ্ণ | বুধবার, ২৪ নভেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ