• শিরোনাম

    পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

     আল মাসুদ লিটন জামালপুর জেলা প্রতিনিধি:- রবিবার, ২৬ জুন ২০২২

    পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে জেলা আওয়ামী লীগের আনন্দ শোভাযাত্রা অনুষ্ঠিত

    apps

    বাংলাদেশের ইতিহাসে নিজস্ব অর্থায়নে বহুল আলোচিত স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আনন্দ শোভাযাত্রা ও জনসভা করেছে জামালপুর জেলা আওয়ামী লীগ। শনিবার বিকেলে আনন্দ শোভাযাত্রাকে সাফল্য মণ্ডিত করতে ১৫টি ওয়ার্ড এবং ১৫টি ইউনিয়নের নেতৃবৃন্দ খন্ড খন্ড মিছিল নিয়ে শহরের ফৌজদারি মোড়ে এসে জমায়েত হয়। পরে জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী’র নেতৃত্বে ফৌজদারি মোড় থেকে এ আনন্দ শোভাযাত্রাটি বের হয়ে শহরের প্রদান সড়ক প্রদক্ষিণ করে দয়াময়ী মোড়ে গিয়ে শেষ হয়। আনন্দ শোভাযাত্রা শেষে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়।Open photo

    আতসবাজি কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি জিএসএম মিজানুর রহমানের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব অ্যাড. মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ্ব ফারুক আহম্মেদ চৌধুরী, পদ্মা সেতু উদযাপন কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সৈয়দ আতিকুর রহমান ছানা, শৃঙ্খলা কমিটির আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মাসুম রেজা রহিম, সাধারণ সম্পাদক ও পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু, জামালপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাড. হাফিজুর রহমান স্বপন প্রমুখ।

    Open photoআনন্দ শোভাযাত্রাকে প্রাণবন্ত ও সুন্দর করতে বিভিন্ন ওয়ার্ড থেকে গরুর গাড়ি, ঘোড়ার গাড়ি, চলন্ত নৌকা ও বাদ্যযন্ত্র সহকারে আনন্দ শোভাযাত্রায় অংশ গ্রহণ করেন। এছাড়াও আনন্দ শোভাযাত্রায় জেলা আওয়ামী লীগ, পৌর আওয়ামী লীগ, জেলা মহিলা আওয়ামী লীগ, জেলা কৃষকলীগ, জেলা শ্রমিকলীগ, জেলা যুবলীগ, জেলা স্বেচ্ছাসেবক লীগ, পৌর মহিলা আওয়ামী লীগ, পৌর শ্রমিক লীগ, জেলা মৎস্যজীবী লীগ, জেলা যুবমহিলা লীগ, পৌর যুব মহিলালীগ, জেলা ছাত্রলীগ ও ওয়ার্ড এবং ইউনিয়ন আওয়ামী লীগসহ ভাতৃপ্রতিম সংগঠনের নেতৃবৃন্দ অংশ গ্রহণ করেন।Open photo

    সন্ধ্যায় বকুলতলাস্থ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় প্রাঙ্গণে, দয়াময়ী মোড়ে ও ফৌজদারিতে আতসবাজি ফোটানো হয়। জামালপুর পৌরসভার আয়োজনে রাতে ফৌজদারি মোড়ে জামালপুর ও বাহিরের শিল্পীদের সমন্বয়ে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে স্বপ্নের পদ্মা সেতু উদ্বোধন অনুষ্ঠানের সমাপ্ত হয়।

    বাংলাদেশ সময়: ১০:১৪ পূর্বাহ্ণ | রবিবার, ২৬ জুন ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ