• শিরোনাম

    নোয়াখালীতে সমন্বিত শিক্ষা পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা

    জুয়েল রানা লিটন, নোয়াখালী প্রতিনিধিঃ মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

    নোয়াখালীতে সমন্বিত শিক্ষা পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা

    নোয়াখালীতে সমন্বিত শিক্ষা পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা

    apps

    সমন্বিত শিক্ষা পরিকল্পনা বিষয়ক মত বিনিময় সভা সোমবার সকালে নোয়াখালীর মাইজদীতে এনআরডিএস সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। উন্নয়ন সংগঠন এনআরডিএস ও গণসাক্ষরতা অভিযানের যৌথ উদ্যোগে গান্ধী আশ্রম ট্রাস্টের পরিচালক রাহা নবকুমারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন। শিক্ষার মান উন্নয়নে এ মতবিনিময় সভায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, জনপ্রতিনিধি, পেশাজীবী সংগঠনের কর্মী, গণমাধ্যমকর্মীসহ ৬০ জন অংশ নেয়।আলোচনায় অংশীজনরা সমতার ভিত্তিতে শিক্ষায় অভিগম্যতা, শিক্ষার মান নিশ্চিত করা, সুশাসন ও ব্যবস্থাপনা উন্নয়ন, এসডিজি’র ৪র্থ লক্ষ্য বাস্তবায়ন ও শিক্ষার সার্বিক মান উন্নয়নে নানা পরামর্শ প্রদান করেন।

    প্রধান অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক মোঃ নোমান হোসেন বলেন, সাধারণ শিক্ষার্থীদের সাথে বিশেষ চাহিদা সম্পন্ন শিক্ষার্থীদের একসাথে শিক্ষা দেয়া কঠিন। সেক্ষেত্রে তাদের জন্য বিশেষ ক্লাসরুম ও প্রশিক্ষণ প্রাপ্ত শিক্ষক আবশ্যক।আলোচনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা সহকারী শিক্ষা কর্মকর্তা রিটন কুমার বরুয়া, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিদ্দিকুর রহমান, এনআরডিএস এর নির্বাহী পরিচালক আবদুল আউয়াল, অধ্যাপক বেলায়ত হোসেন, নোয়াখালী টিটিসি’র অধ্যক্ষ প্রকৌশলী মাহতাব উদ্দিন পাটওয়ারী, মানবাধীকার কর্মী নাসিমা মুন্নি, মুনতাসির আজিজ।

    বাংলাদেশ সময়: ৬:৫৭ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৬ মার্চ ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ