• শিরোনাম

    নোয়াখালিতে হাফ পাশের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন

    হাসান খাঁন পাঠান, কুমিল্লা। বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

    নোয়াখালিতে হাফ পাশের দাবীতে সাধারণ শিক্ষার্থীদের আন্দোলন

    apps

    আজ বৃহস্পতিবার ২রা ডিসেম্বর নোয়াখালি টাউন হলের সামনে সাধারণ শিক্ষর্থীর ব্যানারে আন্দোলন করেছে নোয়াখালি জেলার নানান কলেজের সাধারণ শিক্ষার্থীরা। পরিবহন ভাড়া হাফ পাশের জন্য সকাল ৯ টা থেকে ১১ টা পর্যন্ত আন্দোলন করে তারা। সাধারণ শিক্ষার্থীরা বলেন, যখন আমি ছাত্র তখন শিক্ষার্থীদের অধিকার গুলো সরকার থেকে আদায় করা আমার নৈতিক দায়িত্ব ✊ সারাদেশে গণপরিবহণে শিক্ষার্থীদের জন্য শর্তহীন হাফ ভাড়ার প্রজ্ঞাপন জারি করার আদায়ে নোয়াখালী জেলা শিক্ষার্থীদের উদ্দ্যেগে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে সাধারণ শিক্ষার্থীদের দাবি গুলো ছিলো- ১. শিক্ষার্থীদের জন্য হাফ পাশ নিশ্চিতকরণ। ২. সরকার প্রদত্ত ভাড়া আদায়। অর্থাৎ প্রদত্ত চার্ট এ যেই ভাড়া আছে, সেই ভাড়া অনুযায়ী হাফ পাস নির্ধারণ। অযথা শিক্ষার্থীদের হয়রানি না করা, তাদের যথাযথ সম্মান দেওয়া। প্রত্যেকটি বাসে “শিক্ষার্থীদের জন্য হাফ পাস প্রযোজ্য” লিখা থাকতে হবে। এবং বাসের মধ্যে সরকার প্রদত্ত চার্টের কপি টানায়ে রাখতে হবে. সকল কাউন্টারে ছাত্র টিকেট রাখতে হবে। সকল অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশ করে সিদ্ধান্ত বাস্তবায়ন করতে হবে।

    বাংলাদেশ সময়: ৪:৫৫ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ০২ ডিসেম্বর ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ