নবিজুল ইসলাম নবীন | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪ | প্রিন্ট
নীলফামারী ডিমলায় জমি সংক্রান্ত বিরোধের জের ধরে প্রতিবেশি এক পরিবারের উপর হামলার অভিযোগ উঠেছে আওয়ামীলীগের এক নেতার বিরুদ্ধে।
ঘটনায় জড়িত ডিমলার গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মামুনার রশিদ মামুনের শাস্তি চেয়ে সংবাদ সম্মেলন করেছেন পশ্চিম খড়িবাড়ি এলাকার জাহিদুল ইসলাম নামে এক ব্যক্তি।
মঙ্গলবার বিকেলে নীলফামারী প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন ন্যায় বিচারের দাবীতে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
এতে অভিযোগ করা হয় জমি জমা বিরোধের জের ধরে গত ৪ সেপ্টেম্বর আওয়ামীলীগ নেতা মামুনুর রশিদের নেতৃত্বে জাহিদুলের বাড়িতে অতর্কিত প্রবেশ করে হামলা ও মারধোর করা হয়। এ সময় জাহিদুল ইসলাম ছাড়াও তার মা হনুফা বেগম এবং ভাবি বিলকিস ইসলাম আহত হন।
জাহিদুল অভিযোগ করে বলেন, জমি জমা নিয়ে দীর্ঘদিন ধরে আমাদের পরিবারের উপর অন্যায় অত্যাচার করে আসছিলো মামুন। এ ঘটনায় ডিমলা থানায় একটি লিখিত অভিযোগ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে ডিমলা থানার অফিসার ইনচার্জ(ওসি) দেবাশীষ রায় জানান, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। জমি নিয়ে দুই পরিবারের মধ্যে বিরোধ চলে আসছিলো। স্থানীয় ভাবে মিমাংসারও উদ্যোগ নেয়া হয়।
জানতে চাইলে গয়াবাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক ও পশ্চিম খড়িবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মামুনার রশিদ মামুন জানান, অভিযোগটি সত্য নয়। আমার শ্যালকের জমি নিয়ে তাদের সাথে বনিবনা চলছে। যদিও তারা জাহিদুল ইসলাম জমি পাওয়ার স্বপক্ষে কোন কাগজপত্র দেখাতে পারেনি।
বিষয়টি থানা পুলিশ এবং বিএনপি নেতৃবৃন্দও অবগত রয়েছেন।
Posted ৮:৪৪ অপরাহ্ণ | মঙ্গলবার, ১০ সেপ্টেম্বর ২০২৪
dainikbanglarnabokantha.com | Romazzal Hossain Robel
এ বিভাগের আরও খবর
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।