• শিরোনাম

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চামড়া রাখার জায়গাকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত – ৭

     এস, এম মনির হোসেন (সোনারগাঁও, নারায়ণগঞ্জ) : শনিবার, ০২ জুলাই ২০২২

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে চামড়া রাখার জায়গাকে কেন্দ্র করে সংঘর্ষ – আহত – ৭

    apps

    নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে আসছে কোরবানি ঈদের চামড়া রাখার জায়গার ভাড়ার বিষয়ে প্রতি বছরের ন্যায় এবছরেও জায়জার মালিকের সাথে কথা বলাতে বিবাদী ১। আব্দুল আলী ২। মনা ৩। শাহারুল সর্ব পিতা মৃত: নুরুল ইসলাম ৪।নুরুদ্দিন ও তার ছেলে ৫। শাকিল। এরা সবাই মিলে ক্ষুদ্ধ হয়ে রাহিম ও রাহিমের স্ত্রী ফতেমা ২৭ কে বেদমভাবে মারতে থাকলে আশে পাশের লোকজন এসে সন্ত্রাসীদের হাত থেকে রাহিম ও তার স্ত্রীকে উদ্ধার করে সোনারগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য ভর্তি করেন। এসময় এলাকাবাসীর গণপিটুনিতে মনা, শাহারুলসহ তারাও আহত হয়। তারাও হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি রয়েছেন।শনিবার ২রা জুলাই ২০২২ইং দুপুরে মোগরাপাড়া ইউনিয়নের আলাপদী গ্রামে এঘটনাটি ঘটে। এঘটনার বিষয়ে চামড়া ব্যবসায়ী সুমন জানায়, প্রতি বছরের ন্যায় এবছরও আমি ও রাহিম মিলে চামড়া রাখার মালিকের সাথে কথা বলাতে বিবাদীগন আমাকে না পেয়ে রাহিম ও তার স্ত্রীর উপর আক্রমন করে। এখন বিবাদীগন ঘটনাকে অন্য দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তাদেরকে জোগান দিচ্ছে একই গ্রামের মৃত: আক্কাস আলীর ছেলে হেরোইন খোর দেলোয়ার ওরফে পাগলা। বর্তমানে তারা নিজেদেরকে নৌকার পরাজিত শাহ মোঃ সোহাগ রনির সমর্থক সেঁজে এলাকায় ত্রাস সৃষ্টি করতেছে। সোহাগ রনির প্রভাব খাটিয়ে সোহাগ রনির মান-সম্মান ক্ষুন্ন করতেছে। এমনকি আমাদের মত নিরীহ ব্যবসায়ীদেরওকে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করেও আসছে। তাদের অত্যাচারে এলাকাবাসী অতিষ্ঠ। তাদের কারনে এলাকায় সব রকমের নেশা দ্রব্য চলছে। শাসন করার কেউ নেয়। প্রশাসন দেখে ও দেখে না। তাদের অতীত দিনগুলোতেও অনেক অন্যায় কাজে লিপ্ত ছিল। তাদের এসব অপকর্মের কথা মুখ খুলে কউ বলতে সাহস না পাওয়ায় তাদের পূর্ব পুরুষের মতোই তারাও একের পর এক অন্যায় কাজ করতে সাহস পাচ্ছে। বিস্তারিত আগামীকাল। সাথেই থাকুন।

    বাংলাদেশ সময়: ১১:৫০ অপরাহ্ণ | শনিবার, ০২ জুলাই ২০২২

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ