• শিরোনাম

    নাজিরপুরে হারিয়ে যাচ্ছে তালের রস

    শফিকুল ইসলাম নাজিরপুর(পিরোজপুর)প্রতিনিধিঃ রবিবার, ২৫ এপ্রিল ২০২১

    নাজিরপুরে হারিয়ে যাচ্ছে তালের রস

    apps

    নাজিরপুরে আস্তে আস্তে করে হারিয়ে যাচ্ছে তালের রস। এক সময় গ্রামের কাঁচা রাস্তার পাশে সারি সারি তাল গাছ দেখা যেতে। এ অঞ্চলের তাল গাছিরা জঠা তাল গাছের মুচি ও তালের মুচি কেটে রস সংগ্রহ করত। রস জ্বালিয়ে তালের গুর তৈরী করে তাদের জীবিকা নির্বাহ করত। গ্রামীন সড়ক উন্নয়ন করায় সড়ক বর্ধিত করনে অনেক তাল গাছ কেটে ফেলায় এ গাছ বিলূপ্তির পথে। উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের তাল গাছি সুলতান সরদার জানান, এক সময় আমি তাল গাছ কেটে রস সংগ্রহ করে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করেছি। এখন গাছের সংখ্যা কম বলে অন্য পেশার উপর আমার নির্ভর করতে হয়। তিনি আরো বলেন, রাস্তার সৌন্দর্য বাড়ানো জন্য তাল গাছ লাগানো দরকার।

    বাংলাদেশ সময়: ১:২৫ অপরাহ্ণ | রবিবার, ২৫ এপ্রিল ২০২১

    dainikbanglarnabokantha.com |

    এ বিভাগের সর্বাধিক পঠিত

    আর্কাইভ